muktijoddhar kantho logo l o a d i n g

বিনোদন

ট্রলের শিকার হওয়া নাটকই এখন সবার শীর্ষে

ট্রলের শিকার হওয়া নাটকই এখন সবার শীর্ষে

ঈদের নাটক নিয়ে সব সময়ই দর্শকদের বাড়তি আগ্রহ থাকে। এবারও তার ব্যতিক্রম হয়নি। নানা চ্যানেল ও অনলাইন প্ল্যাটফর্মে মুক্তি পাওয়া নাটকগুলোর মধ্যে বিশেষ আলোচনায় এসেছে ‘আশিকি’।

ফারহান আহমেদ জোভান ও নাজনীন নীহা জুটির অভিনীত এই নাটকটি ঈদুল আজহায় মাছরাঙা টেলিভিশনে প্রচারিত হওয়ার পরপরই সিএমভির ইউটিউব চ্যানেলে প্রকাশ পায়। মুক্তির ৭ দিনের মধ্যেই নাটকটি দেড় কোটিরও বেশি দর্শক দেখেছে।

নাটকের গল্পে দেখা যায়, সহজ-সরল একটি ছেলে আশিক, হঠাৎ একদিন ক্যাম্পাসে ধনী ঘরের মেয়ে জেসিয়াকে প্রেমের প্রস্তাব দেয়। দেখতে একটু সাধারণ হওয়ায় মেয়েটি সবার সামনে তাকে অপমান করে। এই অপমানই বদলে দেয় ছেলেটির জীবন। সে একসময় রকস্টার হয়ে ওঠে।

নাটকের রোমান্টিক গল্প ও সংগীতনির্ভর। নির্মাণ করেছেন ইমরোজ শাওন।

ঈদের আগেই নাটকটির টিজার প্রকাশ পায় এবং তাতেই ট্রলের মুখে পড়েন গায়ক চরিত্রে অভিনয় করা জোভান। তবে বাংলাদেশের দর্শকদের বিতর্কিত জিনিসগুলোর প্রতি-ই যেন আগ্রহ অনেক বেশি থাকে। তাই হয়তো ‘আশিকি’ নাটকটি এখন বাংলাদেশের ইউটিউব ‘নাউ’ ক্যাটাগরিতে শীর্ষে রয়েছে।

Tags: