muktijoddhar kantho logo l o a d i n g

আন্তর্জাতিক

পুতিন-শি জিনপিং ফোনালাপ, ইসরায়েলি আক্রমণের তীব্র নিন্দা

পুতিন-শি জিনপিং ফোনালাপ, ইসরায়েলি আক্রমণের তীব্র নিন্দা

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ১৯ জুন ইরান ইস্যুতে একটি ফোনালাপে অংশ নেন। আলোচনায় উভয় নেতা ইরানে ইসরায়েলের সাম্প্রতিক হামলার তীব্র নিন্দা জানান এবং উত্তেজনা হ্রাসে কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাওয়ার বিষয়ে একমত হন।

ফোনালাপ শেষে ক্রেমলিনের সহযোগী ইউরি উশাকভ সাংবাদিকদের বলেন, ‘‘উভয় নেতা ইসরায়েলের কর্মকাণ্ডের তীব্র নিন্দা করেন, যা জাতিসংঘের সনদ এবং আন্তর্জাতিক আইনের অন্যান্য নিয়ম লঙ্ঘন করে।’’

তিনি আরও বলেন, মস্কো এবং বেইজিং বিশ্বাস করে যে ইরানের পারমাণবিক কর্মসূচি এবং বর্তমান পরিস্থিতির কোনো সামরিক সমাধান নেই। রাজনৈতিক ও কূটনৈতিক পথেই সমাধান অর্জন সম্ভব।

রাশিয়া হুঁশিয়ারি দিয়ে জানায়, ইসরায়েল ও ইরানের সংঘাত তীব্র হলে তা ভয়াবহ পরিণতি ডেকে আনবে। যুক্তরাষ্ট্রকে ইসরায়েলের পক্ষে বোমাবর্ষণে অংশ না নেওয়ার আহ্বানও জানিয়েছে মস্কো।

সম্প্রতি পুতিন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এবং ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সঙ্গেও যোগাযোগ রাখছেন। তিনি বারবার বলেছেন, রাশিয়া যুদ্ধরত পক্ষগুলোর মধ্যে মধ্যস্থতা করতে প্রস্তুত। যদিও কেউ এখন পর্যন্ত রাশিয়ার প্রস্তাব গ্রহণ করেনি।

ফোনালাপে ঘনিষ্ঠ মিত্র শি জিনপিংয়ের সঙ্গেও সেই মধ্যস্থতার প্রস্তাব পুনর্ব্যক্ত করেন পুতিন। রুশ মুখপাত্র ইউরি উশাকভ জানান, দুই নেতা আগামী দিনে ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রাখার প্রতিশ্রুতি দিয়েছেন।

Tags: