muktijoddhar kantho logo l o a d i n g

ভৈরব

ভৈরবে পানিতে ডুবে মাদ্রাসাছাত্রের মৃত্যু

ভৈরবে পানিতে ডুবে মাদ্রাসাছাত্রের মৃত্যু

সোহানুর রহমান সোহান, ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের ভৈরবে শিমুলকান্দি ইউনিয়নের গোছামারা গ্রামে কোদালকাটি নদীতে গোসর করতে গিয়ে পানিতে ডুবে হাফেজ মোঃ জুম্মন (১৭) নামের এক মাদ্রাসা ছাত্রের মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ৯ টায় উপজেলার শিমূলকান্দি ইউনিয়নের গোছামরা গ্রামে এ দুঘর্টনা ঘটে।

নিহত জুম্মন ওই গ্রামের পূর্ব পাড়া এলাকার নুরু মেম্বারের বাড়ির আমান উল্লাহ একমাত্র ছেলে। সে গোছামারা দারুল উলুম হাফিজিয়া মাদ্রাসায় পড়তো। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।

নিহতের চাচা , জয়নাল আবেদীন জানান, জুম্মন স্থানীয় একটি হাফিজিয়া মাদ্রাসা ছাত্র আজ সকাল ৮ টায় স্থানীয় ছেলেদের সাথে কোদালকাটি নদীতে গোসল করতে গিয়ে ঝাঁপ দিলে নদীর পানির প্রবল স্রোতে নীচে তলিয়ে যায়। পরে, স্থানীয় নদী ফায়ার স্টেশন ও যুব রেড ক্রিসেন্ট টিমের সহযোগিতায় নিহতের মৃত লাশ উদ্ধার করা হয়।

এ ব্যাপারে ভৈরব থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ খন্দকার ফুহাদ বলেন, পরিবারের আবেদনের প্রেক্ষিতে লাশটি হস্তান্তর করা হয়।

Tags: