muktijoddhar kantho logo l o a d i n g

আন্তর্জাতিক

মিশরে মাইক্রোবাস-ট্রাকের মুখামুখি সংঘর্ষে নিহত ২২, আহত ৩

মিশরে মাইক্রোবাস-ট্রাকের মুখামুখি সংঘর্ষে নিহত ২২, আহত ৩

শুক্রবার (২৭শে জুন) মিশরের নীল নদের বদ্বীপ প্রদেশে মেনুফিয়ার আশমাউন শহরে শ্রমিকলের নিয়ে একটি মাইক্রোবাস কর্মস্থলে যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষে কমপক্ষে ১৯ নিহত ও তিন জন মারাত্মক ভাবে আহত হয়েছেন।

পুলিশ জানিয়েছে যে, দুর্ঘটনার খবর পাওয়ার পর তারা ঘটনাস্থলে নিরাপত্তা বাহিনী এবং অ্যাম্বুলেন্স পাঠিয়েছে। হতাহত সকলকে মনোফ, আশমাউন, সেরস এল লায়ান, কুইস্না, এল বাগোর এবং শেবিন এল কৌমের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে যে অতিরিক্ত গতির কারণে ট্রাক এবং মাইক্রোবাসের মধ্যে সংঘর্ষের এই দুর্ঘটনা ঘটেছে।

দেশটির শ্রমমন্ত্রী মোহাম্মদ জেবরান নিহত প্রত্যাক পরিবারকে ক্ষতিপূরণ বাবদ দুই লক্ষ মিশরীয় পাউন্ড (৫লক্ষ টাকা) ও আহতদের ২০হাজার পাউন্ড (৫০হাজার‌ টাকা) ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছেন।

মেনুফিয়ার গভর্নর ইব্রাহিম আবু লেইমন বলেছেন, দুর্ঘটনার কারণ জরুরি ভাবে তদন্ত করা হবে। তিনি পরিবহন মন্ত্রণালয়কে আঞ্চলিক সড়কে নিরাপত্তা ব্যবস্থা আরো জোরদার করার আহ্বান জানান।

স্থানীয় সংবাদমাধ্যম আল-মাসরি আল-ইয়ুম এর তথ্য অনুসারে মিশরে প্রতি বছর মারাত্মক সড়ক দুর্ঘটনায় হাজার হাজার মানুষ প্রাণ হারায়। অতিরিক্ত গতি, খারাপ রাস্তা এবং ট্রাফিক আইনের দুর্বল প্রয়োগ বেশিরভাগ দুর্ঘটনার মূল কারণ।

Tags: