বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর মধ্যে টেলিফোনে কথোপকথন হয়েছে।
সোমবার (৩০ জুন) সন্ধ্যা সাড়ে ৭টায় এই ফোনালাপ হয় বলে নিশ্চিত করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
তিনি জানান, দুই নেতার মধ্যে প্রায় ১৫ মিনিট ধরে আলাপ হয়, যা ছিল অত্যন্ত উষ্ণ, সৌহার্দ্যপূর্ণ ও গঠনমূলক। এ কথোপকথনে দুই দেশের মধ্যকার চমৎকার দ্বিপাক্ষিক সম্পর্কের প্রতিফলন দেখা গেছে।
তবে আলোচনার নির্দিষ্ট বিষয়বস্তু সম্পর্কে কিছু জানাননি প্রেস সচিব।
Tags: