muktijoddhar kantho logo l o a d i n g

পাকুন্দিয়া

পাকুন্দিয়ায় নৌকাডুবিতে তিন শিক্ষার্থী নিখোঁজ, একজনের লাশ উদ্ধার

পাকুন্দিয়ায় নৌকাডুবিতে তিন শিক্ষার্থী নিখোঁজ, একজনের লাশ উদ্ধার

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ব্রহ্মপুত্রে নৌকাডুবিতে তিন শিক্ষার্থী নিখোঁজ হয়েছে। এ ঘটনায় এক ঘণ্টা পর শাপলা আক্তার (১৪) নামে এক শিক্ষার্থীর লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

মঙ্গলবার (১ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার চর আলগী গ্রামের পাশে ব্রহ্মপুত্র নদে এ ঘটনা ঘটে।

এ সময় পাকুন্দিয়া উপজেলা প্রশাসন স্থানীয় জেলেদের নিয়ে তাদের উদ্ধারে কাজ শুরু করে। পরে ফায়ার সার্ভিসের কিশোরগঞ্জ ইউনিটের একটি ডুবুরি দল উদ্ধার অভিযানে অংশ নিলে শাপলা আক্তার নামে এক শিক্ষার্থীর লাশ উদ্ধার করা হয়।

নিহত শাপলা আক্তার চর আলগী গ্রামের মাইনুদ্দিনের মেয়ে। সে গফরগাঁও (পাগলা) থানার বিরুই নদীর পাড় আলীয়া মাদরাসার নবম শ্রেণির শিক্ষার্থী বলে জানা গেছে।

এ ঘটনায় আরো দুই শিক্ষার্থী নিখোঁজ রয়েছে। তারা হলো উপজেলার চর আলগী গ্রামের হাবীব মিয়ার ছেলে আবির (৭) এবং একই গ্রামের মুক্তার উদ্দিনের ছেলে জুবায়ের (৯)। দু’জনই ওই মাদরাসার দ্বিতীয় ও তৃতীয় শ্রেণির শিক্ষার্থী।

চর আলগী জালাল উদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নান জানান, ‘প্রতিদিনের মতো সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার চরফরাদি ইউনিয়ন এর চর আলগী (নদীর ওপারে) এলাকা থেকে ডিঙি নৌকার সাহায্যে নয়জন শিক্ষার্থী পাশের গফরগাঁও উপজেলার পাগলা থানার বিরই নদীর পাড় দাখিল মাদরাসায় যাচ্ছিল। নদের মাঝপথে হঠাৎ নৌকাটি ডুবে যায়।

এ সময় শিক্ষার্থীদের মধ্যে ছয়জন তীরে উঠতে সক্ষম হলেও এবং বাকি তিনজন শিক্ষার্থী নিখোঁজ হয়। খবর পেয়ে পাকুন্দিয়া উপজেলা প্রশাসন স্থানীয় জেলেদের নিয়ে উদ্ধার কাজ শুরু করে। প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় শাপলা নামের নবম শ্রেণির এক শিক্ষার্থীর লাশ উদ্ধার করা হয়। এখনো উদ্ধার কাজ চলছে। ফায়ার সার্ভিসের কিশোরগঞ্জ ইউনিটের একটি ডুবুরি দল উদ্ধার কাজে যোগ দিয়েছে।

পাকুন্দিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: বিল্লাল হোসেন বলেন, ‘নৌকাডুবিতে তিনজন শিক্ষার্থী নিখোঁজের তথ্যটি নিশ্চিত করে বলেন, ঘটনার সাথে সাথেই পাকুন্দিয়া উপজেলা প্রশাসন স্থানীয় জেলেদের নিয়ে উদ্ধার অভিযান পরিচালনা শুরু করে ইতোমধ্যে এক শিক্ষার্থীর লাশ উদ্ধার করা হয়েছে। পরে ফায়ার সার্ভিসের কিশোরগঞ্জ ইউনিটের একটি ডুবুরি দল উদ্ধার কাজে অংশ নিয়েছে। নিখোঁজ দুই শিক্ষার্থীকে উদ্ধারে আমরা কাজ করে যাচ্ছি।’

ফায়ার সার্ভিসের পাকুন্দিয়া ইউনিটের ইনচার্জ টিপু সুলতান জানান, ‘ফায়ার সার্ভিসের পাকুন্দিয়া ইউনিটে ডুবুরি দল নেই তাই ঘটনার পর পরেই কিশোরগঞ্জ ইউনিটকে খবর দেয়া হয়েছে। ইতোমধ্যে তারা কাজ শুরু করেছে।’

Tags: