muktijoddhar kantho logo l o a d i n g

খেলার খবর

ঋতুপর্ণার জোড়া গোলে এশিয়ান কাপের পথে বাংলাদেশ

ঋতুপর্ণার জোড়া গোলে এশিয়ান কাপের পথে বাংলাদেশ

বাংলাদেশ নারী ফুটবল দল এশিয়ান কাপের মূল পর্বে জায়গা করে নেওয়ার লক্ষ্যে মিয়ানমারে খেলছে বাছাইপর্ব। ইয়াংগুনের থুয়ান্না স্টেডিয়ামে স্বাগতিকদের বিপক্ষে ম্যাচে ১৯তম মিনিটে ঋতুপর্ণার গোল এবং পরে ৭২তম মিনিটে দ্বিতীয় গোল দলকে এগিয়ে দেয়। শেষদিকে মিয়ানমার গোল করলেও জয় রক্ষা করে বাংলাদেশ। দুই ম্যাচে জয় পাওয়ায় ‘সি’ গ্রুপে ৬ পয়েন্ট নিয়ে এগিয়ে আছে তারা। নিরাপত্তার দায়িত্বে থাকা রুপনা চাকমা ও রক্ষণভাগের দৃঢ়তায় জয় ধরে রাখে দলটি। আগামী শনিবার তুর্কমেনিস্তানের সঙ্গে ম্যাচ ড্র করলেই নিশ্চিত হবে মূল পর্বের টিকিট।

Tags: