muktijoddhar kantho logo l o a d i n g

কিশোরগঞ্জের খবর

কিশোরগঞ্জে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

মুক্তিযোদ্ধার কন্ঠ রিপোর্টঃ 

‘বয়স্ক বৈষম্য দূর করুন’ এই প্রতিপাদ্য নিয়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে কিশোরগঞ্জে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা সাড়ে ৮ টায় প্রবীণ হিতৈষী সংঘ জেলা শাখার আয়োজনে প্রবীণ হিতৈষী সংঘ এর কার্যালয় থেকে শোভাযাত্রাটি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে প্রবীণ হিতৈষী সংঘের মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তরফদার মো: আক্তার জামীল।

 

adc-1adc-2

প্রবীণ হিতৈষী সংঘ কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি অধ্যাপক ডা: মহিউদ্দিন আহম্মদ এর সভাপতিত্বে আলোচন সভায় বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক সালাউদ্দিন খান, সাবেক সেক্রেটারী আব্দুর রহিম, সাংগঠনিক সম্পাদক মেহের উদ্দিন, বিআরডিবির অবসরপ্রাপ্ত পরিচালক মো: নিজামউদ্দিন, এ্যডভোকেট শৈলেশ সরকার প্রমুখ। বক্তারা এসময় প্রবীণদের বিভিন্ন অধিকার বিষয় নিয়ে আলোচনা করেন।

adc-3adc-4

প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তরফদার মো: আক্তার জামীল তার বক্তব্যে বলেন, বার্ধক্য হচ্ছে প্রতিটি মানুষের অবধারিত পরিণতি। আজকের নবীনই আগামী দিনের প্রবীণ। তাই শ্রদ্ধার সঙ্গে প্রবীণদের দেখভাল করতে হবে। দয়া-দাক্ষিণ্য বা করুণার দৃষ্টিতে নয়, মানবাধিকারের ভিত্তিতে এবং প্রাপ্য মর্যাদার যুক্তিতে প্রবীণদের চাওয়া-পাওয়ার সমাধান করতে হবে। তাদের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে দেশ গড়ার কাজে সকলকে আত্মনিয়োগ করতে হবে। প্রবীণদের স্বাস্থ্য ও চিকিৎসার বিষয়ে নিয়মিত খোঁজখবর নেওয়া, প্রয়োজনীয় ওষুধপথ্য, খাদ্য, পোশাক ইত্যাদি সরবরাহ করা এবং কাক্ষিত সঙ্গ দেওয়া জরুরি। তিনি এসময় প্রবীণদের কল্যাণে সরকারের গৃহীত বিভিন্ন কর্মসূচির বিষয়ে তুলে ধরেন।

 

 

মুক্তিযোদ্ধার কন্ঠ ডটকম/০২-১০-২০১৬ইং/ অর্থ 

Tags: