muktijoddhar kantho logo l o a d i n g

বিনোদন

সৌরভ গাঙ্গুলীর বায়োপিকে রাজকুমার রাও

সৌরভ গাঙ্গুলীর বায়োপিকে রাজকুমার রাও

ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলীর জীবনীভিত্তিক সিনেমার ঘোষণা বহুদিন আগে এলেও কে হচ্ছেন পর্দার গাঙ্গুলী—এ নিয়ে চলছিল নানা জল্পনা। এবার ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে রাজকুমার রাও বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘’এখন যেহেতু দাদা (গাঙ্গুলী) নিজেই বলে দিয়েছেন, আমিও জানাচ্ছি, হ্যাঁ, আমি তাঁর বায়োপিকে কাজ করছি।’’

এই চরিত্র নিয়ে বেশ নার্ভাস তিনি, কারণ এটি তাঁর ভাষায় একটি ‘বিশাল দায়িত্ব’। রাজকুমার রাও আরও জানান, চরিত্রটি বাস্তবসম্মতভাবে তুলে ধরার জন্য তিনি বাংলা ভাষা শিখছেন এবং এই কাজে তাঁকে সহায়তা করছেন তাঁর স্ত্রী পত্রলেখা।

পরিচালনায় থাকছেন ‘উড়তা পাঞ্জাব’ ও ‘স্যাক্রেড গেমস’-এর নির্মাতা বিক্রমাদিত্য মোটওয়ানে। সিনেমাটি প্রযোজনা করছে লাভ ফিল্মস। সৌরভ গাঙ্গুলী নিজেও এই বায়োপিকের সৃজনশীল দিকগুলোর সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত থাকবেন।

সৌরভ গাঙ্গুলী বলেন, ‘’রাজকুমার রাও একজন দারুণ অভিনেতা এবং এই চরিত্রের জন্য উপযুক্ত পছন্দ।’’ তিনি আরও জানান, ২০২৬ সালের জানুয়ারিতে ছবির শুটিং শুরু হবে এবং তা মুক্তি পাবে ডিসেম্বর ২০২৬-এ।

এদিকে রাজকুমার রাওয়ের আসন্ন ছবি ‘মালিক’ মুক্তি পাচ্ছে ১১ জুলাই ২০২৫। পুলকিত পরিচালিত এই অ্যাকশন-ড্রামা ছবির পটভূমি এলাহাবাদ শহর, যেখানে এক গ্যাংস্টারের অপরাধজগতের শীর্ষে পৌঁছানোর গল্প তুলে ধরা হয়েছে।

Tags: