muktijoddhar kantho logo l o a d i n g

জাতীয়

শাহজালালে বোমা আতঙ্কে স্থগিত ঢাকা-কাঠমান্ডু ফ্লাইট

শাহজালালে বোমা আতঙ্কে স্থগিত ঢাকা-কাঠমান্ডু ফ্লাইট

ঢাকা থেকে কাঠমান্ডুর উদ্দেশে রওনা হওয়ার আগমুহূর্তে বোমা আতঙ্কে স্থগিত করা হয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-৩৭৩ ফ্লাইট। শুক্রবার (১১ জুলাই) বিকেল ৪টা ৪৫ মিনিটে ফ্লাইটটির ছেড়ে যাওয়ার কথা ছিল।

জানা গেছে, ফ্লাইটটি যখন রানওয়ের ট্যাক্সিতে ছিল, ঠিক তখনই একটি অজ্ঞাত সূত্র থেকে বিমানটিতে বোমা থাকার হুমকি আসে। সঙ্গে সঙ্গে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপত্তা ব্যবস্থা সর্বোচ্চ সতর্কতায় নেওয়া হয়।

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের জনসংযোগ বিভাগ জানায়, একটি অজ্ঞাত নম্বর থেকে ফোনকলের মাধ্যমে ফ্লাইটে বোমা থাকার তথ্য দেওয়া হয়। এরপরই যাত্রীদের নিরাপত্তার স্বার্থে তাৎক্ষণিকভাবে সবাইকে উড়োজাহাজ থেকে নিরাপদে সরিয়ে নেওয়া হয় এবং তল্লাশি কার্যক্রম শুরু হয়।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) বিষয়টিকে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির প্রচেষ্টা হিসেবে গুরুত্ব সহকারে পর্যবেক্ষণ করছে বলে জানিয়েছে। বর্তমানে উড়োজাহাজে তল্লাশি চলছে এবং ফ্লাইটটি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত রয়েছে।

Tags: