মুক্তিযোদ্ধার কণ্ঠ রিপোর্টঃ
৩৫ বছর আওয়ামী লীগের সভাপতির পদে ও তৃতীয় দফায় প্রধানমন্ত্রীর দায়িত্বে থেকে শেখ হাসিনা এবারই প্রথম ছুটি নিয়েছেন।
শেখ হাসিনা বলেন, ‘৩৫ বছর আওয়ামী লীগের সভাপতির পদে দায়িত্বরত। দুইবার প্রধানমন্ত্রীর দায়িত্বে ছিলাম। এবারও দুই বছর আট মাস হয়ে গেল। এই ৩৫ বছরের মধ্যে এবারই প্রথম পাঁচদিন ছুটি নিয়েছি।’
যুক্তরাষ্ট্র ও কানাডা সফর নিয়ে রোববার বিকেলে প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন।
জাতিসংঘ সাধারণ পরিষদের সভার আগে কানাডায় গ্লোবাল ফান্ড সম্মেলনে অংশ নিতে গত ১৪ সেপ্টেম্বর ঢাকা ছেড়েছিলেন প্রধানমন্ত্রী। পরে সেখান থেকে যুক্তরাষ্ট্রে যান তিনি। ১২ দিনের সফর শেষে ২৬ সেপ্টেম্বর দেশে ফেরার কথা ছিল তার। কিন্তু তা পিছিয়ে দেন। যুক্তরাষ্ট্র থেকে ২৯ সেপ্টেম্বর তিনি দেশের পথে যাত্রা করেন।
এই সফরে ‘প্ল্যানেট ৫০-৫০ চ্যাম্পিয়ন’ ও ‘এজেন্ট অব চেঞ্জ অ্যাওয়ার্ড’ পুরস্কার পান তিনি।
শেখ হাসিনা বলেন, ‘এবারই প্রথম একটানা দুই সপ্তাহের বেশি দেশের বাইরে অবস্থান করলাম। ৩৫ বছরের মধ্যে এবারই প্রথম পাঁচদিন ছুটি নিয়েছি। তাও ছুটি মানে, অফিসিয়াল কাজ করেছি। কারণ এখন ডিজিটাল বাংলাদেশ। কাজেই ইন্টারনেটের মাধ্যমে অ্যাম্বাসিতে আমার কাছে গুরুত্বপূর্ণ ফাইল পৌঁছে গেছে এবং প্রতিদিন দুই ঘণ্টা করে অফিস করতাম।’
তিনি আরও বলেন, ‘তারপরও আমি মনে করি সেটাও আমার ছুটি। ওই সময় আমি ৫১টি ফাইল নিষ্পতি করেছি। ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নের ফলে বিদেশে বসেও এটা করা সম্ভব হয়েছে।’
সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর পাশে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম, পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী প্রমুখ।
মুক্তিযোদ্ধার কণ্ঠ ডটকম / ০২-১০-২০১৬ ইং/মোঃ হাছিব