আগামী ৫ আগস্ট (সোমবার) সারাদেশে ব্যাংক বন্ধ থাকবে। দিনটি ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ হিসেবে সরকার ঘোষিত ছুটির দিন হওয়ায় বাংলাদেশ ব্যাংক থেকে সব তফসিলি ব্যাংক বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৭ জুলাই) বাংলাদেশ ব্যাংকের অব অফ-সাইট সুপারভিশন বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়। এতে বলা হয়, মন্ত্রিপরিষদ বিভাগের ২ জুলাইয়ের প্রজ্ঞাপন অনুযায়ী ৫ আগস্ট জাতীয় ছুটি হিসেবে নির্ধারণ করা হয়েছে। অন্যান্য সরকারি অফিস-আদালতের মতোই দেশের তফসিলি ব্যাংকগুলোও এদিন বন্ধ থাকবে।
বাংলাদেশ ব্যাংকের বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ব্যাংকিং কার্যক্রম পরিচালনায় সংশ্লিষ্ট সবাইকে আগেভাগে প্রয়োজনীয় প্রস্তুতি নিতে এবং আর্থিক লেনদেন পরিকল্পনা সে অনুযায়ী নির্ধারণ করার অনুরোধ জানানো যাচ্ছে।
২০২৪ সালের ৫ আগস্ট দেশের রাজনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মোড় নেয়। দীর্ঘদিনের রাজনৈতিক অস্থিরতা, প্রাতিষ্ঠানিক দুর্বলতা ও গণতন্ত্র সংকট কাটিয়ে এদিন একটি নতুন পথচলার সূচনা হয়। পরিবর্তনের মাধ্যমে দেশের গণতন্ত্র পুনরায় সক্রিয় হওয়ার সুযোগ তৈরি হয়, যা ৫ আগস্টকে জাতীয় ইতিহাসে এক স্মরণীয় দিনে রূপান্তরিত করেছে।