চট্টগ্রাম নগরীতে ১১ তলা ভবনের ৮ তলা থেকে পড়ে তিন নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।
শুক্রবার (১৮ জুলাই) দুপুরে নগরীর কোতোয়ালি থানা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত দুজন হলেন, নোয়াখালীর চরজব্বর থানা এলাকার ফিরোজ গোয়ালের ছেলে মো. হাসান, একই এলাকার মো. সেলিমের ছেলে ফখরুল ইসলাম। নিহত আরেকজনের পরিচয় জানা যায়নি। আহত রাশেদ চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) শেখ তারিকুল ইসলাম সময়ের আলোকে বলেন, নিহত শ্রমিকরা ১১ তলা ভবনটির ৮ তলায় কাজ করছিলেন। তারা সবাই নির্মাণ শ্রমিক। অসতর্ক অবস্থায় কাজ করতে গিয়ে তারা ভবন থেকে নিচে পড়ে যান। দুজন ঘটনাস্থলে মারা গেছেন। আরেকজন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তিনজনের লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হবে। কীভাবে মারা গেছে তা খতিয়ে দেখা হচ্ছে।
আজ দুপুরে চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) নুরুল আলম আশেক বলেন, কোতোয়ালির রঙ্গম কনভেনশন হল বিল্ডিংয়ে কাজ করার সময় আহত হওয়া তিনজনকে হাসপাতালে আনা হয়। তাদের মধ্যে দুজনকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। আরেকজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার অবস্থা খুবই সংকাটপন্ন।