রংপুরে এলপিজি গ্যাস স্টেশনের মেরামত কাজের সময় বিষ্ফোরণের একজনের মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় আহত হয়েছে কমপক্ষে ১৫ জন। এ ঘটনার পর থেকে এলাকায় আতঙ্ক বিরাজ করছে।
রংপুর সিও বাজার এলপিজি অটো গ্যাস অ্যান্ড কনভার্সন সেন্টারে গ্যাস ট্যাংক মেরামতের সময় এ বিস্ফোরণ ঘটে।
শনিবার (১৯ জুলাই) বেলা ১২টার দিকে ট্যাংক ওয়েল্ডিংয়ের সময় হঠাৎ করে বিস্ফোরণ হয়ে ট্যাঙ্ক ফেটে উড়ে যায়। এ সময় ফিলিং স্টেশনের কাউন্টার, স্টেশনে থাকা প্রায় ১৩টি মাইক্রোবাস, অ্যাম্বুলেন্স, রাস্তায় চলাচল করা একটি যাত্রীবাহী বাস ও পার্শ্ববর্তী বাড়ির বিল্ডিং, থাই, টিনের চালসহ বহুতল ভবনের জানালা ভেঙেৃ যায়।
এ ঘটনায় আহত সাতজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানে একজনের মৃত্যু হয়। বর্তমানে রংপুর-ঢাকা মহাসড়কে যানচলাচল স্বাভাবিক রাখতে ঘটনাস্থলে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা কাজ করছে। এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।