muktijoddhar kantho logo l o a d i n g

দেশের খবর

রংপুরে ফিলিং স্টেশনে বিস্ফোরণে নিহত ১, আহত ১৫

রংপুরে ফিলিং স্টেশনে বিস্ফোরণে নিহত ১, আহত ১৫

রংপুরে এলপিজি গ্যাস স্টেশনের মেরামত কাজের সময় বিষ্ফোরণের একজনের মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় আহত হয়েছে কমপক্ষে ১৫ জন। এ ঘটনার পর থেকে এলাকায় আতঙ্ক বিরাজ করছে।

রংপুর সিও বাজার এলপিজি অটো গ্যাস অ্যান্ড কনভার্সন সেন্টারে গ্যাস ট্যাংক মেরামতের সময় এ বিস্ফোরণ ঘটে।

শনিবার (১৯ জুলাই) বেলা ১২টার দিকে ট্যাংক ওয়েল্ডিংয়ের সময় হঠাৎ করে বিস্ফোরণ হয়ে ট্যাঙ্ক ফেটে উড়ে যায়। এ সময় ফিলিং স্টেশনের কাউন্টার, স্টেশনে থাকা প্রায় ১৩টি মাইক্রোবাস, অ্যাম্বুলেন্স, রাস্তায় চলাচল করা একটি যাত্রীবাহী বাস ও পার্শ্ববর্তী বাড়ির বিল্ডিং, থাই, টিনের চালসহ বহুতল ভবনের জানালা ভেঙেৃ যায়।

এ ঘটনায় আহত সাতজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানে একজনের মৃত্যু হয়। বর্তমানে রংপুর-ঢাকা মহাসড়কে যানচলাচল স্বাভাবিক রাখতে ঘটনাস্থলে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা কাজ করছে। এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

Tags: