muktijoddhar kantho logo l o a d i n g

দেশের খবর

আমতলীতে স্বামীর হাতে গৃহবধূ খুন

আমতলীতে স্বামীর হাতে গৃহবধূ খুন

বরগুনার আমতলীতে স্বামীর হাতে সাজেদা বেগম (৫৫) এক গৃহবধূ খুন হয়েছেন। উপজেলার চাওড়া ইউনিয়নের ০৮ নং ওয়ার্ডের বৌ বাজার গ্রামে শনিবার (১৯ জুলাই) রাত ১১টার দিকে এ হত্যাকাণ্ড ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, স্বামী তৈয়ব হাওলাদারের সঙ্গে প্রায়ই তার স্ত্রী সাজেদার ঝগড়া হতো। ঘটনার দিন ঝগড়াঝাটির এক পর্যায়ে স্বামী তৈয়ব হাওলাদার (৬০) ঘরে থাকা মুগুর দিয়ে স্ত্রী সাজেদা বেগমের মাথায় আঘাত করেন।

এতে তিনি গুরুতর আহত হলে পটুয়াখালী হাসপাতালে নেওয়ার পথে আমড়াগাছিয়া নামক স্থানে তার মৃত্যু হয়।

আমতলী থানার অফিসার ইনচার্জ (ওসি) দেওয়ান জগলুল হাসান জানান, খবর পেয়ে পুলিশ পাঠিয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বরগুনা মর্গে প্রেরণ করা হয়েছে এবং মামলার প্রস্তুতি চলছে।

Tags: