muktijoddhar kantho logo l o a d i n g

দেশের খবর

আমতলীতে গুলিশাখালী ইউনিয়ন বিএনপির সম্মেলন অনুষ্ঠিত

আমতলীতে গুলিশাখালী ইউনিয়ন বিএনপির সম্মেলন অনুষ্ঠিত

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) আমতলী উপজেলার ১নং গুলিশাখালী ইউনিয়ন শাখার দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ জুলাই) সকল ১০টায় আমতলী ইউনুস আলী খান ডিগ্রী কলেজ মিলনায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বরগুনা জেলা বিএনপির সাবেক সভাপতি ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মো. নজরুল ইসলাম মোল্লা। সম্মেলনে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন আমতলী উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক মো. জহিরুল ইসলাম মামুন ভিপি।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আমতলী উপজেলা বিএনপির সদস্য সচিব মো. তুহিন মৃধা। গুলিশাখালী ইউনিয়ন বি,এন,পির আহবায়ক মো. জসিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনা জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. জহিরুল ইসলাম, বরগুনা জেলা বিএনপির সাবেক আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট খাইরুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক আহবায়ক অ্যাডভোকেট গাজি মো. তৌহিদুল ইসলাম, যুগ্ম আহবায়ক কামরুজ্জামান হিরু, মকবুল আহম্মেদ খান, অ্যাডভোকেট নসির উদ্দিন তালুকদার, তারিকুল ইসলাম টারজর আমতলী পৌর বিএনপির আহবায়ক কবির উদ্দিন ফকির, যুগ্ম আহবায়ক জালাল আহম্মেদ খান, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মো. জসিম উদ্দিন হাওলাদার, আবুল বাসার তালুকদার, ওলামা দলের সভাপতি মেজবা উদ্দিন আহম্মেদ, গুলিশাখালী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো. তোফজ্জেল হোসেন, মহিলা দলের সভানেত্রী সামসুননাহার মিরা খান প্রমুখ।

সম্মেলনে পৌর বিএনপি, ছাত্রদল, যুবদলসহ অঙ্গ সংগঠনের আহবায়ক ও যুগ্ম আহবায়করা বক্তব্য রাখেন।

Tags: