muktijoddhar kantho logo l o a d i n g

খেলার খবর

সাগরিকার হ্যাটট্রিকে নেপালকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ

সাগরিকার হ্যাটট্রিকে নেপালকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ

কিংস অ্যারেনায় অনুষ্ঠিত সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপে আজ সোমবার রাতে চূড়ান্ত ম্যাচে মুখোমুখি হয় বাংলাদেশ ও নেপাল। ড্র করলেই চ্যাম্পিয়ন হওয়ার সমীকরণ ছিল বাংলাদেশের সামনে। তবে গোল বন্যা বইয়ে দিয়ে লাল-সবুজের মেয়েরা শিরোপা নিজেদের করে নেয়।

বাংলাদেশ ৪-০ গোলে জয়ী হয়, আর সব গোলই করেন ফরোয়ার্ড সাগরিকা। প্রথমার্ধে একটি এবং দ্বিতীয়ার্ধে হ্যাটট্রিকসহ মোট চার গোল করে ম্যাচের সেরা পারফরমার হয়ে উঠেন তিনি।

উল্লেখ্য: এই নেপালের বিপক্ষেই আগের ম্যাচে লাল কার্ড দেখে তিন ম্যাচের নিষেধাজ্ঞায় পড়েছিলেন সাগরিকা। অপরাধের তুলনায় তার শাস্তিটা অনেক বেশিই হয়ে ছিল সেদিন। ৩ ম্যাচ পরে সেই প্রতিপক্ষের বিপক্ষে মাঠে নেমে নিজে একাই চার গোল দিয়ে বাংলাদেশকে ৪-০গোলে জিতিয়ে হয়ত প্রতিশোধ নিলেন।

ম্যাচজুড়েই নেপালের রক্ষণভাগকে চাপে রেখেছেন বাংলাদেশের আক্রমণভাগ, যার মূল চালিকাশক্তি ছিলেন সাগরিকা। তাঁর গতি, বল কন্ট্রোল এবং গোল শট ম্যাচটিকে একতরফা করে তোলে।

এই জয়ের মধ্য দিয়ে টুর্নামেন্টে অপরাজিত থেকেই চ্যাম্পিয়ন হলো বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী দল।

Tags: