muktijoddhar kantho logo l o a d i n g

খেলার খবর

নাটকীয়ভাবে পাকিস্তানের বিপক্ষে সিরিজ জিতল বাংলাদেশ

নাটকীয়ভাবে পাকিস্তানের বিপক্ষে সিরিজ জিতল বাংলাদেশ

মিরপুরে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে নাটকীয়ভাবে পাকিস্তানকে ৮ রানে হারালো বাংলাদেশ। এই জয়ে ২-০ ব্যবধানে সিরিজ নিজেদের করে নিলো টাইগাররা। শুরুতে ১৫ রানে ৫ উইকেট হারায় পাকিস্তান। এরপর কার্যত ম্যাচ থেকে ছিটকে পড়ে সফরকারীরা। তবে ফাহিম আশরাফের ঝড়ো ব্যাটিংয়ে ম্যাচে অনেকটা এগিয়ে যার তারা। শেষ ওভারে উত্তেজনার পারদ চরমে। জয়ের জন্য পাকিস্তানের দরকার ছিল ১৩ রান, বাংলাদেশের দরকার মাত্র ১ উইকেট। এমন টান টান মুহূর্তে বল হাতে এলেন মোস্তাফিজুর রহমান। প্রথম বলেই চার মেরে চাপ বাড়িয়ে দেন পাকিস্তানের আহমেদ দানিয়াল। কিন্তু দ্বিতীয় বলেই বাজিমাত!

ছক্কা মারতে গিয়ে বাউন্ডারিতে শামীম হোসেনের হাতে ধরা পড়লেন দানিয়াল। ১২৫ রানে থেমে যায় পাকিস্তানের ইনিংস, বাংলাদেশ পায় ৮ রানের জয়।

এই জয়ের মধ্য দিয়ে এক ম্যাচ হাতে রেখেই তিন ম্যাচের সিরিজ নিজেদের করে নেয় বাংলাদেশ। টি-টোয়েন্টিতে পাকিস্তানের বিপক্ষে এটিই বাংলাদেশের প্রথম সিরিজ জয়, তাও আবার একাধিক ম্যাচের সিরিজে।

শ্রীলঙ্কার পর এবার পাকিস্তানকে হারিয়ে টানা দ্বিতীয় টি-টোয়েন্টি সিরিজ জয় করল টাইগাররা। এই শোকের মুহূর্তে ক্রিকেট মাঠের এই সাফল্য হয়তো কিছুটা সান্ত্বনার অনুভূতি এনে দিল ক্রিকেটপ্রেমীদের হৃদয়ে।

Tags: