muktijoddhar kantho logo l o a d i n g

আন্তর্জাতিক

ইউনেসকো থেকে বেরিয়ে গেল আমেরিকা

ইউনেসকো থেকে বেরিয়ে গেল আমেরিকা

জাতিসংঘের সাংস্কৃতিক ও শিক্ষা বিষয়ক সংস্থা ইউনেসকো থেকে সরে আসার ঘোষণা দিয়েছে আমেরিকা। গতকাল মঙ্গলবার ইসরায়েলবিরোধী পক্ষপাত ও চীনের প্রভাব বৃদ্ধির অভিযোগে এ সিদ্ধান্ত নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউস থেকে গতকালই এই তথ্য জানানো হয়।

বার্তা সংস্থা রয়টার্স বলছে, আগেরবার প্রেসিডেন্ট হওয়ার পরও একই সিদ্ধান্ত নিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু জো বাইডেন প্রেসিডেন্ট হওয়ার পর প্যারিস-ভিত্তিক সংস্থাটিতে নিজেদের ফের যুক্ত করেন।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ট্যামি ব্রুস বলছেন, ‘ইউনেসকোতে থাকাটা আমেরিকার জাতীয় স্বার্থবিরোধী। কারণ, সংস্থাটির বিভেদমূলক সামাজিক ও সাংস্কৃতিক চেতনা প্রচার, এ ছাড়া জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার ওপর অতিরিক্ত মনোযোগ দেওয়া এবং আমেরিকার অগ্রাধিকারমূলক পররাষ্ট্রনীতির সঙ্গে এর অসঙ্গতি রয়েছে।

মার্কিন প্রশাসনের বরাতে রয়টার্স বলছে, ‘আনুষ্ঠানিকভাবে এ সিদ্ধান্ত কার্যকর হবে ২০২৬ সালের ৩১ ডিসেম্বর।’

এদিকে, আমেরিকার এ সিদ্ধান্ত দুঃখজনক ও অপ্রত্যাশিত বলে মন্তব্য করেছেন ইউনেসকোর প্রধান উদহে অ্যাজুলে। তিনি বলেন, ‘এই সিদ্ধান্ত বহুপাক্ষিকতার মৌলিক নীতির লঙ্ঘন। এ ছাড়া গভীর দুঃখ প্রকাশ করেছেন জাতিসংঘ প্রধান আন্তোনিও গুতেরেসও।’

Tags: