ভোটের সময় সাংবাদিকরা কী করতে পারবেন আর কী পারবেন না, সেই বিষয়ে নতুন নীতিমালা জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)। ‘সাংবাদিক/গণমাধ্যমকর্মীদের জন্য নীতিমালা, ২০২৫’ শিরোনামে এই নির্দেশনা জারি করা হয় বুধবার (২৩ জুলাই)। এটি শুধু ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নয়, স্থানীয় সরকারের জেলা, উপজেলা, ইউনিয়ন, পৌরসভা ও সিটি করপোরেশন নির্বাচনের ক্ষেত্রেও প্রযোজ্য হবে।
নীতিমালায় বলা হয়, অনুমোদিত প্রিন্ট, টেলিভিশন, অনলাইন নিউজ পোর্টাল, আইপিটিভি, আন্তর্জাতিক ও বিদেশি সাংবাদিক এবং ফ্রিল্যান্স রিপোর্টারদের নির্বাচন কমিশন থেকে নির্ধারিত কার্ড ও গাড়ির স্টিকার দেওয়া হবে।
কী করা যাবে, কী যাবে না:
বৈধ কার্ডধারী সাংবাদিক সরাসরি ভোটকেন্দ্রে প্রবেশ করতে পারবেন। তবে ভোটকক্ষে তথ্য, ছবি ও ভিডিও নিতে হলে প্রিজাইডিং অফিসারকে অবহিত করতে হবে।
গোপন কক্ষে কোনোভাবেই ছবি তোলা যাবে না।
একসঙ্গে দুইজনের বেশি সাংবাদিক ভোটকক্ষে প্রবেশ করতে পারবে না এবং তারা সর্বোচ্চ ১০ মিনিট সেখানে অবস্থান করতে পারবে।
ভোটকক্ষে কোনো নির্বাচন কর্মকর্তা, এজেন্ট বা ভোটারের সাক্ষাৎকার নেওয়া যাবে না।
ভোটকক্ষের ভেতর থেকে সরাসরি সম্প্রচার বা লাইভ করা যাবে না।
সরাসরি সম্প্রচার করতে হলে ভোটকক্ষ থেকে নিরাপদ দূরত্বে থাকতে হবে।
ভোট গণনার সময় সাংবাদিকরা উপস্থিত থাকতে পারবেন, ছবি তুলতে পারবেন, তবে সরাসরি সম্প্রচার নিষিদ্ধ থাকবে।
ভোটকক্ষ থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমেও লাইভ করা যাবে না।
এই নীতিমালা সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে সুনির্দিষ্ট গাইডলাইন হিসেবে কাজ করবে বলে জানিয়েছে ইসি।