muktijoddhar kantho logo l o a d i n g

করিমগঞ্জ

করিমগঞ্জে চাচার ঘুষিতে ভাতিজা নিহত

করিমগঞ্জে চাচার ঘুষিতে ভাতিজা নিহত

কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার বারঘড়িয়া ইউনিয়নের ভূষারকান্দা গ্রামে পারিবারিক বিরোধের জেরে চাচার ঘুষিতে ভাতিজা সাদ্দাম হোসেন (৩০) নিহত হয়েছেন। শুক্রবার (২৫ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে এই মর্মান্তিক ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, নিহত সাদ্দাম হোসেন ওই গ্রামের হারুন অর রশিদ ব্যাপারীর ছেলে। শুক্রবার সকালেই তার নিজের বাড়ির সীমানা নিয়ে আপন চাচা আনসার ব্যাপারীর সঙ্গে কথাকাটাকাটি ও তর্কবিতর্ক হয়। একপর্যায়ে চাচা আনসার ব্যাপারী সাদ্দামকে ঘুষি মারেন, যা সরাসরি তার মাথায় লাগে। এতে সাদ্দাম গুরুতর আহত হন।

পরিবারের লোকজন শব্দ শুনে এগিয়ে এসে সাদ্দামকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার চেষ্টা করেন। তবে পথেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে করিমগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে উত্তপ্ত পরিস্থিতি শান্ত করে এবং সুরতহাল প্রতিবেদন তৈরি করে মরদেহ উদ্ধার করে।

করিমগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মো. মাহবুব মোরশেদ বলেন, “মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়া গেলে মামলা গ্রহণ করা হবে।”

Tags: