বরগুনার তালতলী উপজেলার বড়পাড়া গ্রামে এক প্রবাসীর বাড়িতে অস্ত্রের মুখে সবাইকে জিম্মি করে ডাকাতির ঘটনা ঘটেছে। ওই সময় ডাকাতরা মালয়েশিয়া প্রবাসী নাসির পাটোয়ারীর বাড়িতে থাকা নগদ টাকা-স্বর্ণালংকার লুট করে নিয়ে গেছে। রবিবার (২৭ জুলাই) রাত আনুমানিক আড়াইটার দিকে এ ডাকাতির ঘটনা ঘটে। ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে, ১০ থেকে ১২ জনের এক ডাকাত দলের সদস্যরা বসতঘরের মাটির নিচ দিয়ে গর্ত করে বাড়ির ভেতরে প্রবেশ করে সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে ফেলে। ওই সময় মালয়েশিয়া প্রবাসী নাসির পাটোয়ারীর স্ত্রী মনিকা বেগম (৪২), কন্যা নাহিদা (২৫) ও আদুরী (২২), বাবা আনোয়ার হোসেন এবং শাশুড়িকে বেঁধে ফেলে। পরে ডাকাতরা বসতঘরে থাকা নগদ ৫ লাখ ৩০ হাজার টাকা, প্রায় ৭ ভরি স্বর্ণালংকার এবং দুটি মোবাইল ফোন লুট করে নিয়ে পালিয়ে যায়। একই রাতে ডাকাত দলের সদস্যরা নাসির পাটোয়ারীর প্রতিবেশী জসিম পাটোয়ারীর বাড়িতেও হানা দেয়। সেখান থেকে একটি মোবাইল ফোন লুট করে এবং ঘরের বাহির থেকে দরজা আটকে রেখে ডাকাতরা পালিয়ে যায়। ডাকাতির এই ঘটনায় পুরো বড়পাড়া গ্রামে চরম আতঙ্ক বিরাজ করছে। এলাকাবাসী দ্রুত ডাকাতদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে। তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজালাল বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত কার্যক্রম শুরু করেছে। এই ঘটনায় মামলার প্রস্তুতি চলমান এবং দ্রুত সময়ের মধ্যে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পদক্ষেপ নেওয়া হবে।