কিশোরগঞ্জের কুলিয়ারচরে জমিতে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই কৃষকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৯ জুলাই) দুপুরে উপজেলার রামদি ইউনিয়নের তারাকান্দি গ্রামে মারা যান তারা।
মারা যাওয়া কৃষকদের মধ্যে সাহাবুদ্দিন (৭০) তারাকান্দি এলাকার ও মো. মজনু মিয়া (৬০) পূর্ব তারাকান্দি গ্রামের বাসিন্দা।
কুলিয়ারচর থানার ওসি মো. হেলাল উদ্দিন জানান, আজ দুপুরে বাড়ির পাশের জমিতে ট্রাক্টর দিয়ে হালচাষ করছিলেন সাহাবুদ্দিন ও মজনু মিয়া। এ সময় জমির ওপর দিয়ে যাওয়া পল্লী বিদ্যুতের সঞ্চালন লাইনের একটি তার ছিঁড়ে তাদের ওপর পড়ে। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুইজনই ঘটনাস্থলে মারা যান। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।