muktijoddhar kantho logo l o a d i n g

দেশের খবর

আমতলীতে পৃথক দূর্ঘটনার নিহত ১, আহত ১২

আমতলীতে পৃথক দূর্ঘটনার নিহত ১, আহত ১২

আমতলীতে পৃথক দুটি সড়ক দূর্ঘটনায় এক নারী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো ১২ জন। পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার (৩০ জুলাই) সকালে আমতলী উপজেলার হলদিয়া বিশ্বাসের হাট এলাকায় একটি চলন্ত ব্যাটারিচালিত অটোরিকশা থেকে পড়ে মুন্নি আক্তার আসমা (৩৫) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। নিহত মুন্নি পার্শ্ববর্তী কলাপাড়া উপজেলার নোমরহাট এলাকার রব্বানী খলিফার মেয়ে। তিনি বাড়ি থেকে চট্টগ্রামে স্বামীর কাছে যাওয়ার জন্য একটি ব্যাটারিচালিত অটোরিকশায় আমতলী আসছিলেন। পথিমধ্যে হলদিয়া বিশ্বাসের হাট এলাকায় চলন্ত অটোরিকশা থেকে ছিটকে রাস্তায় পড়ে মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হয়ে আহত হন। তাকে উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে এলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. রাশেদ মাহমুদ রোকনুজ্জামান বলেন, চলন্ত ব্যাটারিচালিত অটোরিকশা থেকে পড়ে যাওয়া গৃহবধূ মুন্নিকে হাসপাতালে আনার পূর্বেই তিনি মারা গেছেন। একই দিন বিকেলে পটুয়াখালী-আমতলী-কুয়াকাটা আঞ্চলিক মহাসড়কের আমতলী আকনবাড়ির সামনে জে এইচ ক্লাসিক নামে একটি যাত্রীবাহী লোকাল বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদের পানিতে পড়ে যায়। এতে নারীসহ ১৫ জন যাত্রী আহত হন। আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, বাস দূর্ঘটনায় গুরুতর আহত তিনজনকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিমে পাঠানো হয়েছে। অপর আহতদের চিকিৎসা দিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. জগলুল হাসান বলেন, পৃথক দুটি সড়ক দূর্ঘটনায় এক নারী নিহত ও ১২ জন বাস যাত্রী আহত হয়েছে। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে নিহত মুন্নীর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Tags: