muktijoddhar kantho logo l o a d i n g

আন্তর্জাতিক

মালয়েশিয়ায় কর্মী পাঠানোর নামে প্রতারণা, সতর্ক করল হাইকমিশন

মালয়েশিয়ায় কর্মী পাঠানোর নামে প্রতারণা, সতর্ক করল হাইকমিশন

মালয়েশিয়ার সাবাহ প্রদেশে কর্মী পাঠানোর কথা বলে প্রতারণার অভিযোগে সতর্ক করেছে কুয়ালালামপুরস্থ বাংলাদেশ হাইকমিশন। শুক্রবার (১ আগস্ট) হাইকমিশনের অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, একটি সংঘবদ্ধ প্রতারক চক্র সাবাহ প্রদেশে কর্মী পাঠানোর নামে বাংলাদেশি গমনেচ্ছুদের কাছ থেকে পাসপোর্ট ও নগদ অর্থ সংগ্রহ করছে। তবে এ বিষয়ে বাংলাদেশ ও মালয়েশিয়ার সরকারের মধ্যে কোনো সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়নি।

হাইকমিশন জানিয়েছে, সাবাহ প্রদেশ কর্তৃপক্ষও বাংলাদেশি কর্মী নিয়োগের বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত নেয়নি। বিষয়টি নিয়ে আলোচনা চলছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সাবাহ প্রদেশ ও বাংলাদেশ সরকারের মধ্যে চুক্তি বা এমওইউ স্বাক্ষর না হওয়া পর্যন্ত প্রতারক চক্রের প্রলোভনে বিভ্রান্ত না হতে এবং তাদের সঙ্গে কোনো ধরনের লেনদেন থেকে বিরত থাকতে অনুরোধ করা হচ্ছে।

হাইকমিশন জানিয়েছে, সাবাহ প্রদেশ কর্তৃপক্ষ থেকে বাংলাদেশি কর্মী নিয়োগের আনুষ্ঠানিক অনুমতি পাওয়া গেলে তা হাইকমিশনের ওয়েবসাইটের মাধ্যমে সবাইকে জানিয়ে দেওয়া হবে।

Tags: