muktijoddhar kantho logo l o a d i n g

বিনোদন

৩৩ বছরের ক্যারিয়ারে প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেলেন শাহরুখ খান

৩৩ বছরের ক্যারিয়ারে প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেলেন শাহরুখ খান

বলিউড বাদশা শাহরুখ খানের বর্ণাঢ্য ক্যারিয়ারে অবশেষে এলো কাঙ্ক্ষিত অর্জন। ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতলেন তিনি। ‘জাওয়ান’ সিনেমায় অনবদ্য অভিনয়ের জন্য শাহরুখ খানকে ২০২৫ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত করা হয়েছে।

ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, এ খবর ছড়িয়ে পড়তেই বিশ্বজুড়ে শাহরুখ ভক্তদের মধ্যে আনন্দের বন্যা বইছে। এর আগে অসংখ্য ব্লকবাস্টার সিনেমা উপহার দিলেও জাতীয় চলচ্চিত্র পুরস্কার তার হাতে আসেনি। অবশেষে ‘জাওয়ান’-এর সাফল্য সেই শূন্যতা পূরণ করল।

অ্যাকশন, রোম্যান্স ও ড্রামার দুর্দান্ত মিশ্রণে নির্মিত ‘জাওয়ান’ শুধু বক্স অফিসেই বিপুল সাফল্য এনে দেয়নি, সমালোচকদেরও প্রশংসা কুড়িয়েছে। এতে শাহরুখ নিজের অভিনয় দক্ষতাকে নতুনভাবে প্রমাণ করেছেন।

শুধু ভারতেই নয়, আন্তর্জাতিক অঙ্গনেও শাহরুখ খানের জনপ্রিয়তা দীর্ঘদিন ধরেই আকাশছোঁয়া। অভিনয়ের পাশাপাশি তার ব্যক্তিত্ব ও উপস্থাপনা তাকে বিশ্বব্যাপী এক অনন্য অবস্থানে নিয়ে গেছে। ফ্রান্স সরকার তাকে ‘অর্ডার দেস আর্টস এট দেস লেটারস’ এবং ‘লিজিয়ন অব অনার’-এর মতো সম্মাননা দিয়েছে, যা তার বৈশ্বিক গ্রহণযোগ্যতার প্রমাণ।

দীর্ঘ প্রতীক্ষার পর জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্তি শাহরুখ খানের বর্ণিল ক্যারিয়ারে এক নতুন অধ্যায় যোগ করল। এটি কেবল তার ব্যক্তিগত অর্জন নয়, বরং দেশ-বিদেশে থাকা কোটি ভক্তের ভালোবাসা ও অপেক্ষার প্রতিফলন।

Tags: