জুলাইয়ের আত্মোৎসর্গের স্মৃতিকে হৃদয়ে ধারণ করে কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলায় অনুষ্ঠিত হলো ‘জুলাইয়ের মায়েরা’ শীর্ষক এক আবেগঘন মা সমাবেশ। শনিবার সকালে উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে আয়োজিত এই অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়।
সমাবেশে সভাপতিত্ব করেন করিমগঞ্জ উপজেলার নির্বাহী অফিসার তাহমিনা আক্তার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. শফিকুল ইসলাম এবং করিমগঞ্জ থানার অফিসার ইনচার্জ শেখ মোহাম্মদ মাহাবুব মোরশেদ।
এদিনের মূল আয়োজনে ছিল জুলাই যোদ্ধাদের পরিবারের সদস্যদের অংশগ্রহণে এক স্মরণানুষ্ঠান ও প্রামাণ্যচিত্র প্রদর্শনী। চলচ্চিত্র প্রদর্শনীর সময় আবেগের বিস্ফোরণে ভরে ওঠে পুরো সম্মেলন কক্ষ। কান্না, আহাজারি আর স্মৃতির ভারে ভারাক্রান্ত হয়ে পড়েন শহীদ পরিবারগুলোর সদস্যরা।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, “জুলাই শুধু একটি মাস নয়- এটি একটি চেতনার বিস্ফোরণ, অন্যায়ের বিরুদ্ধে এক নির্ভীক প্রতিবাদের নাম। এই জুলাই-চেতনায় আমাদের ভবিষ্যতের সাহস লুকিয়ে আছে।”
তারা আরও বলেন,“চব্বিশের জুলাই আবারও স্মরণ করিয়ে দেয়- যেখানে জীবন দ্রোহের প্রতিশব্দ, সেখানে মৃত্যু কখনও পরাজয় নয়। তরুণদের দীপ্ত উচ্চারণ- ‘মাতৃভূমি অথবা মৃত্যু’- এক নতুন জাতীয় সাহসিকতার সংজ্ঞা রচনা করেছে।”
এই সমাবেশে অংশ নেওয়া অনেকেই জানান, পরিবার হারানোর বেদনা তাঁরা এখনও বইছেন বুকে। কিন্তু একইসঙ্গে তাঁরা গর্বিত, কারণ তাঁদের সন্তানেরা দেশের দ্রোহী ইতিহাসের গৌরবময় অংশ হয়ে উঠেছেন।
এটি ছিল এক আত্মস্মরণ, শোক এবং সংগ্রামের আবেগে নির্মিত অনাড়ম্বর কিন্তু গভীর বার্তাবাহী আয়োজন- যেখানে ‘মা’ শব্দটি হয়ে উঠেছিল শোকেরও, প্রতিরোধেরও প্রতীক।