muktijoddhar kantho logo l o a d i n g

কিশোরগঞ্জের খবর

পাকুন্দিয়ায় অাওয়ামী লীগ এর প্রার্থি স্বপন

জান্নাতুল জাকির প্রিন্স ভুঁইয়া, পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) সংবাদদাতাঃ 

পাকুন্দিয়া পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ প্রার্থী হিসেবে তৃণমূলের সমর্থন পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক মোতায়েম হোসেন স্বপন। মেয়র পদে দলীয় প্রার্থী চূড়ান্ত করার জন্য রোববার সকাল ১১টা থেকে বেলা ১টা পর্যন্ত কিশোরগঞ্জ জেলা সদরে তৃণমূলের ভোটগ্রহণ শেষে মোতায়েম হোসেন স্বপনকে বিজয়ী ঘোষণা করা হয়। জেলা আওয়ামী লীগের তত্ত্বাবধানে অনুষ্ঠিত তৃণমূলের এই ভোটে মোট চার জন মনোনয়ন প্রত্যাশী প্রতিদ্বন্দ্বিতা করেন। তারা হলেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক মোতায়েম হোসেন স্বপন, উপজেলা যুবলীগের সভাপতি অ্যাডভোকেট একেএম হাবিবুর রহমান চুন্নু, পাকুন্দিয়া ডিগ্রি কলেজের সাবেক ভিপি ও যুবলীগ নেতা ফরিদ উদ্দিন এবং পৌর কাউন্সিলর আওয়ামী লীগ নেতা নজরুল ইসলাম আকন্দ। দলীয় প্রার্থী নির্বাচনে তৃণমূলের মোট ৮৯ জন ভোটারের মধ্যে ৭৬ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। তাদের মধ্যে উপজেলা আওয়ামী  লীগের যুগ্ম আহ্বায়ক মোতায়েম হোসেন স্বপন সর্বোচ্চ ৩৫ ভোট, ভিপি ফরিদ উদ্দিন দ্বিতীয় সর্বোচ্চ ২১ ভোট, পৌর কাউন্সিলর নজরুল ইসলাম আকন্দ ১৭ ভোট এবং উপজেলা যুবলীগের সভাপতি অ্যাডভোকেট একেএম হাবিবুর রহমান চুন্নু ৩ ভোট পান। নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী, পাকুন্দিয়া পৌরসভায় আগামী ৩১শে অক্টোবর নির্বাচনের ভোটগ্রহণ করা হবে। ৬ই অক্টোবর মনোনয়নপত্র দাখিল এবং ৮ই অক্টোবর মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে। এছাড়া ১৫ই অক্টোবর প্রার্থিতা প্রত্যাহার শেষে ১৬ই অক্টোবর প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হবে।

মুক্তিযোদ্ধার কন্ঠ ডটকম/০৪-১০-২০১৬ইং/ অর্থ 

Tags: