আশরাফ আলী, স্টাফ রিপোর্টারঃ
কিশোরগঞ্জে জাতীয় বিদ্যুৎ এবং জ্বালানি সপ্তাহ-২০১৬ উদযাপন উপলক্ষে জেলা পর্যায়ে বিষয় ভিত্তিক বক্তৃতা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। ‘জ্বালানি নিরাপত্তায় বিশ্বব্যাপী কয়লার ভূমিকা’ শীর্ষক এ বক্তৃতা প্রতিযোগিতায় জেলার ১৩ টি উপজেলা হতে শীর্ষস্থান অধিক্রাী সর্বমোট ৩৩ জন প্রতিযোগী অংশগ্রহণ করে। ৩ অক্টোবর ২০১৬ সোমবার সকাল ১০:০০ টায় জেলা প্রশাসন ও বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, কিশোরগঞ্জ এর আয়োজনে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তরফদার মো: আক্তার জামীল।
বক্তৃতা প্রতিযোগিতায় বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, কিশোরগঞ্জ এর নির্বাহী প্রকৌশলী মো: উবায়দুল ইসলাম এর সভাপতিত্বে বিচারক হিসাবে দায়িত্ব পালন করেন সরকারি গুরুদয়াল কলেজের সহকারী অধ্যাপক এ এস এম সাইফুজ্জামান, এসভি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ফিরোজ উদ্দিন ভূঁইয়া, কিশোরগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির মহাব্যবস্থাপক মনিরুল ইসলাম মজুমদার, উপ বিভাগীয় প্রকৌশলী আলকাস উদ্দিন আহমেদ, কিশোরগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির এজিএম (এমএস) নুরুল ইসলাম।
এ সময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও অভিভাবকেরা উপস্থিত ছিলেন। প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তরফদার মো: আক্তার জামীল তার বক্তব্যে বলেন, বাংলাদেশের মোট জিডিপি সাত শতাংশের ওপরে নিয়ে যেতে হলে জ্বালানির প্রয়োজন অনেক বাড়বে। কমপক্ষে ছাব্বিশ ঘনফুট অতিরিক্ত গ্যাসের প্রয়োজন হবে। কিন্তু বিশেষ করে বিদ্যুৎ, সার, সিএনজি, আবাসিক জ্বালানি খাতের দীর্ঘমেয়াদি নিরাপত্তার জন্য গ্যাস সংরক্ষণ করা দরকার। সেক্ষেত্রে বাংলাদেশের জন্য জ্বালানি বিকল্প উৎস হিসেবে কয়লার ব্যবহার বাড়াতে হবে। তিনি এসময় বিদ্যুৎ উৎপাদনে সরকারের গৃহীত বিভিন্ন কর্মসূচির বিষয়ে তুলে ধরেন। আলোচনা সভা শেষে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
মুক্তিযোদ্ধার কন্ঠ ডটকম/০৪-১০-২০১৬ইং/ অর্থ