muktijoddhar kantho logo l o a d i n g

করিমগঞ্জ

করিমগঞ্জে সেনা অভিযানে বিপুল পরিমাণ মাদক উদ্ধার, আটক ৩

করিমগঞ্জে সেনা অভিযানে বিপুল পরিমাণ মাদক উদ্ধার, আটক ৩

সেনাবাহিনীর একটি বিশেষ অভিযানিক দল কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও দেশীয় অস্ত্র উদ্ধার করেছে। অভিযানে আটক করা হয়েছে তিনজনকে। সেনা সূত্র জানিয়েছে, এই অভিযান পরিচালিত হয় গোপন সিভিল সোর্সের তথ্যের ভিত্তিতে।

০৫ আগস্ট মঙ্গলবার, রাত সাড়ে ৭টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত প্রায় চার ঘণ্টাব্যাপী অভিযানটি পরিচালনা করেন ২ ইঞ্জিনিয়ার ব্যাটালিয়নের ওয়ারেন্ট অফিসার হাবিবুর রহমান। অভিযান শুরু হয় করিমগঞ্জ পৌরসভার চরপাড়া এলাকা থেকে, যেখানে ইয়াবাসহ মো. আসাদ মিয়াকে (৫০) হাতেনাতে আটক করা হয়। তার দেহ তল্লাশিতে পাওয়া যায় ৪১ পিস ইয়াবা ও ৮ পিস ইয়াবা কন্ট্রোলার। পরবর্তীতে তার বাড়ি তল্লাশি করেও আরও মাদক উদ্ধার করা হয়।

আসাদ মিয়া করিমগঞ্জ পৌরসভার চরপাড়া এলাকার মৃত আব্দুস সালামের ছেলে। তার দেওয়া তথ্যে ভিত্তি করে মধ্যপাড়া এলাকায় অভিযান চালিয়ে আশরাফ উদ্দিনের (৬৮) বাড়ি থেকে উদ্ধার করা হয় ৩০০ গ্রাম গাঁজা। আশরাফ উদ্দিন খুদিরজঙ্গল এলাকার মৃত তাজ আহমেদের ছেলে।

এরপর, আশরাফ উদ্দিনের দেওয়া তথ্যের ভিত্তিতে সেনাবাহিনী অভিযান পরিচালনা করে বালিয়াবাড়ী গ্রামে। সেখানে রুবেল (৩৫) নামের এক ব্যক্তিকে আটক করা হয়, যার বাড়ি থেকে উদ্ধার হয় ৯৫০ গ্রাম গাঁজা, একটি ইয়াবা, একটি চাইনিজ কুড়াল, দুটি রানদা, দুটি ছুরি, একটি চেইন, ছয়টি মোবাইল ফোন, চারটি চার্জার, দুটি মোবাইল ব্যাটারি এবং একটি হেডফোন।

রাত ১১টার দিকে অভিযানে আটক তিনজনকে করিমগঞ্জ থানায় হস্তান্তর করা হয়। তাদের গ্রহণ করেন এসআই আব্দুল রাজ্জাক। করিমগঞ্জ থানার অফিসার ইনচার্জ (তদন্ত) নয়ন কারকুন বলেন, “আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে এবং যথাসময়ে আদালতে পাঠানো হয়েছে।”

সেনাবাহিনী জানিয়েছে, “স্থানীয় জনগণের সহযোগিতা এবং সঠিক গোয়েন্দা তথ্যের ভিত্তিতেই এই অভিযান সফল হয়েছে। মাদকবিরোধী এই কার্যক্রম অব্যাহত থাকবে।”

Tags: