muktijoddhar kantho logo l o a d i n g

খেলার খবর

দাপুটে পারফরম্যান্সে প্রোটিয়াদের ৫ উইকেটে হারাল বাংলাদেশ

দাপুটে পারফরম্যান্সে প্রোটিয়াদের ৫ উইকেটে হারাল বাংলাদেশ

সামিউন বাসিরের অলরাউন্ড নৈপুণ্যে দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ দলকে ৫ উইকেটে হারিয়েছে বাংলাদেশের যুবারা। দাপুটে বোলিংয়ে প্রথম ইনিংসেই বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ম্যাচ জয়ের ভিত গড়েছিল। সানজিদ মজুমদারের ৪ শিকারে প্রোটিয়ারা মাত্র ১৪৭ রানে গুটিয়ে যায়। লক্ষ্য তাড়ায় ২০.৩ ওভার ও ৫ উইকেট হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছে যায় যুব টাইগাররা।

জিম্বাবুয়ের মাটিতে স্বাগতিক দলসহ বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার যুবারা ত্রিদেশীয় সিরিজ খেলছে। প্রতিটি দল পরস্পর মুখোমুখি হচ্ছে তিনবার করে। আজ (বুধবার) হারারে স্পোর্টস ক্লাব মাঠে বাংলাদেশের বিপক্ষে টস হেরে আগে ব্যাটিংয়ে নামে প্রোটিয়ারা। তাদের পক্ষে ব্যান্ডাইল এমবাথা সর্বোচ্চ ৩৯ ও পল জেমস ৩৩ রান করেন।

ব্যাটিংয়ের শুরু থেকেই নড়বড়ে ছিল দক্ষিণ আফ্রিকা। ২১ রানে প্রথম উইকেট পতনের পর থেকেই তাদের আসা-যাওয়ার মিছিল শুরু হয়। দলীয় একশ রানের আগেই ৬ উইকেট হারিয়ে বড় পুঁজি নিয়ে শঙ্কায় পড়ে প্রোটিয়া যুবারা। সবমিলিয়ে কেবল চার ব্যাটার দুই অঙ্কের ঘর ছুঁতে পেরেছেন। এমবাথা ও জেমস ছাড়া ভিহান প্রিটোরিয়াস ১৮ ও আদনান লাগাদিয়েন করেন ১৬ রান।

বোলাররাই বাংলাদেশ দলের কাজটা সহজ করে দিয়েছেন। সর্বোচ্চ ৪ উইকেট শিকার করেছেন সানজিদ মজুমদার। এ ছাড়া আল ফাহাদ ও সামিউন বাসির ২টি করে এবং ইকবাল হোসেন ইমন ও রিজান হোসেন একটি করে উইকেট নিয়েছেন। তাদের বোলিং তোপে প্রোটিয়ারা ৩৭.২ ওভারেই গুটিয়ে যায় ১৪৭ রানে।

Tags: