muktijoddhar kantho logo l o a d i n g

রাজনীতি

লন্ডনে তারেক রহমানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক

লন্ডনে তারেক রহমানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক

লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে একান্ত বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত ভারপ্রাপ্ত মার্কিন রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসন। গত জুলাই মাসের দ্বিতীয় সপ্তাহে এ বৈঠকটি অনুষ্ঠিত হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবীর ও ঢাকায় নিযুক্ত মার্কিন দূতাবাস।

জানা গেছে, এই বৈঠকে আগামী জাতীয় নির্বাচন ও সরকার গঠনের বিষয় নিয়ে আলোচনা হয়েছে। বিএনপি নির্বাচনে জয় পেলে কেমন দেশ গড়তে চায়, তাদের নির্বাচনী রুপরেখা কী—এসব মৌলিক বিষয় নিয়েই আলোচনায় অংশ নেন তারেক রহমান ও ট্রেসি অ্যান জ্যাকবসন।

বৈঠকের সময় ও স্থান, আলোচনা কতটা ফলপ্রসূ হয়েছে কিংবা ভবিষ্যতে এই সংলাপ আরও বাড়বে কি না—এ সম্পর্কে এখনো বিস্তারিত জানা যায়নি। তবে কূটনৈতিক মহলে এই বৈঠককে গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে।

Tags: