মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে আগামী ১১ আগস্ট দেশটিতে সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সফরে প্রতিরক্ষা, জ্বালানি, হালাল খাদ্যসহ বিভিন্ন খাতে পাঁচটি সমঝোতা স্মারক স্বাক্ষর এবং তিনটি নোট বিনিময়ের আয়োজন রয়েছে।
১২ আগস্ট কুয়ালালামপুরে আনোয়ার ইব্রাহিমের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে মালয়েশিয়ায় কর্মী প্রেরণার জটিলতা, ব্যবসা-বাণিজ্য, উচ্চশিক্ষা, রোহিঙ্গা সংকট ও সমুদ্র অর্থনীতি সহ বিভিন্ন বিষয়ের আলোচনা হবে। বৈঠকের পর সমঝোতা স্মারক স্বাক্ষর এবং ‘জয়েন্ট বিজনেস কাউন্সিল’ উদ্বোধনের পরিকল্পনা রয়েছে।
পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন সফর নিয়ে আশাবাদ প্রকাশ করে বলেন, ‘সর্বোচ্চ পর্যায়ে সফর হওয়ায় ও দুই দেশের সরকার প্রধানের ভালো সম্পর্কের ফলে আমরা অনেক বাধা দূর করতে সক্ষম হব।’
সম্ভাব্য সমঝোতা স্মারকগুলোর মধ্যে রয়েছে প্রতিরক্ষা সহযোগিতা, জ্বালানি, আন্তর্জাতিক স্টাডিজ ইনস্টিটিউট, ব্যবসা ও শিল্প চেম্বারের মধ্যে চুক্তি। নোট বিনিময়ের বিষয়বস্তুতে হালাল খাদ্য ব্যবস্থাপনা, ফরেন সার্ভিস একাডেমি ও উচ্চশিক্ষা খাত অন্তর্ভুক্ত।
মালয়েশিয়ায় পৌঁছে প্রধান উপদেষ্টাকে গার্ড অব অনার প্রদান করা হবে। তিনি বিজনেস সেমিনারে অংশগ্রহণ, বাংলাদেশ কমিউনিটির সঙ্গে মতবিনিময়, সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি গ্রহণ এবং দেশের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠকে অংশ নেবেন।
২০১৪ সালের ৫ আগস্ট অন্তর্বর্তী সরকার গঠন করার পর ড. ইউনূসের নেতৃত্বে এটি মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর প্রথম আমন্ত্রণমূলক সফর। প্রধান উপদেষ্টা ১৩ আগস্ট ঢাকায় ফিরবেন।