muktijoddhar kantho logo l o a d i n g

কিশোরগঞ্জের খবর

সাংবাদিক তুহিন হত্যা মামলার আসামি কিশোরগঞ্জে গ্রেপ্তার

সাংবাদিক তুহিন হত্যা মামলার আসামি কিশোরগঞ্জে গ্রেপ্তার

গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যা মামলার এজাহারভুক্ত আসামি শহিদুল ইসলামকে কিশোরগঞ্জের ইটনা থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

শনিবার (৯ আগস্ট) বিকেলে ইটনা সদরের পুরাতন বাজার এলাকা থেকে র‍্যাব-১৪ কিশোরগঞ্জ ক্যাম্পের একটি বিশেষ দল তাকে গ্রেপ্তার করে।

ক্যাম্পের অধিনায়ক মো. আশরাফুল কবির এ তথ্য নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, শহিদুল ইসলাম আত্মগোপনে ওই এলাকায় অবস্থান করছেন। পরে সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। বর্তমানে তাকে কিশোরগঞ্জ জেলা সদরে আনা হচ্ছে। আজ সন্ধ্যায় র‍্যাব ক্যাম্পে আয়োজিত সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকায় পাঁচ-ছয়জন দুর্বৃত্ত ধারালো অস্ত্র নিয়ে সাংবাদিক তুহিনকে ধাওয়া করে। তিনি দৌড়ে ঈদগাঁ মার্কেটের একটি চায়ের দোকানে আশ্রয় নিলে দুর্বৃত্তরা সেখানে ঢুকে তাকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়। পরে সিসিটিভি ফুটেজের সূত্র ধরে আইনশৃঙ্খলা বাহিনীর যৌথ অভিযানে এ পর্যন্ত আটজনকে গ্রেপ্তার করা হয়েছে।

সাংবাদিক আসাদুজ্জামান তুহিন দৈনিক প্রতিদিনের কাগজ-এর গাজীপুর স্টাফ রিপোর্টার ছিলেন। তার বাড়ি ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার ভাটিপাড়া গ্রামে।

Tags: