বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার সুযোগ বন্ধ করেছে নির্বাচন কমিশন (ইসি)। এখন থেকে কোনো আসনে একজন প্রার্থী থাকলেও তাকে ‘না ভোট’-এর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে। সোমবার (১১ আগস্ট) কমিশন সভা শেষে এ সিদ্ধান্তের কথা জানান নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ।
তিনি বলেন, কোনো আসনে একক প্রার্থী থাকলে তার প্রাপ্ত ভোট ‘না ভোট’-এর চেয়ে বেশি হতে হবে নির্বাচিত হওয়ার জন্য। যদি না ভোট বেশি হয়, তাহলে পুনর্নির্বাচন হবে। তবে দ্বিতীয় নির্বাচনেও যদি একক প্রার্থী থাকেন, তখন আর ভোট হবে না এবং সেই প্রার্থীই নির্বাচিত হবেন।
এছাড়া আইন-শৃঙ্খলা বাহিনীর সংজ্ঞায় সশস্ত্র বাহিনীকে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্তও নেয় ইসি। গণপ্রতিনিধিত্ব আদেশে সংশোধন এনে এসব পরিবর্তন কার্যকর করা হবে বলে জানান কমিশনার।