muktijoddhar kantho logo l o a d i n g

খেলার খবর

আইপিএলের মতো আইএল টি-টোয়েন্টিতেও মুস্তাফিজ খেলবেন ক্যাপিটালসে

আইপিএলের মতো আইএল টি-টোয়েন্টিতেও মুস্তাফিজ খেলবেন ক্যাপিটালসে

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) গত আসরে দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলেছিলেন মুস্তাফিজুর রহমান। এবার ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টিতেও (আইএল টি-টোয়েন্টি) মুস্তাফিজকে দলে ভিড়িয়েছে ক্যাপিটালসরা।

আইএল টি-টোয়েন্টিতে দুবাই ক্যাপিটালসের হয়ে মাঠে নামবেন মুস্তাফিজ। আজ সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে মুস্তাফিজকে দলে নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে ফ্র্যাঞ্চাইজিটি।

আইপিএলে আসরের মাঝপথে মিচেল স্টার্কের বদলি হিসেবে সুযোগ পেয়েছিলেন মুস্তাফিজ। এবার আইএল টি-টোয়েন্টিতেও বদলি ক্রিকেটার হিসেবে দল পেয়েছেন তিনি। ইংলিশ পেসার লুক উডের বদলি হিসেবে বাংলাদেশি এই পেসারকে দলে নিয়েছে দুবাই।

আগামী ৩০ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে আইএল টি-টোয়েন্টির নিলাম। এর আগেই দল পেলেন মুস্তাফিজ। আগামী ২ ডিসেম্বর থেকে মাঠে গড়াবে এই আসর। ফাইনাল হবে আগামী বছরের ৪ জানুয়ারি।

দেশের বাইরের কোনো লিগে চতুর্থ বারের মতো খেলবেন মুস্তাফিজ। ইতোমধ্যেই লঙ্কা প্রিমিয়ার লিগ (এলপিএল), পাকিস্তান সুপার লিগ (পিএসএল) ও ভাইটালিটি ব্লাস্টে খেলেছেন তিনি।

Tags: