muktijoddhar kantho logo l o a d i n g

দেশের খবর

আমতলীতে বিআরডিবি'র চেয়ারম্যান হলেন যুবদলের নেতা মইন উদ্দিন মামুন

আমতলীতে বিআরডিবি'র চেয়ারম্যান হলেন যুবদলের নেতা মইন উদ্দিন মামুন

আমতলী উপজেলা'র পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন আমতলী উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মঈনউদ্দীন মামুন। বুধবার (১৩ আগস্ট) পল্লী ভবনে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে নির্বাচন অনুষ্ঠিত হয়। এদিন সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ চলে।

নির্বাচনে মোট ভোটার ১২২ জন ভোটারের মধ্যে ১২০ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এতে চেয়ার প্রতীক মঈনউদ্দীন মামুন সর্বোচ্চ ৮১ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী এ্যাড: গাজী মো মাহাবুব রহমান আম প্রতীকে পেয়েছেন ৩৯ ভোট। নির্বাচনে যুব নেতা মঈনউদ্দীন মামুন বিজয় হওয়ার পর থেকে এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে নানা আলোচনা।

নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি সমবায় সমিতির অফিসার আজাদুর রহমান বলেন, কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই সুষ্ঠু ভাবে নির্বাচন সম্পন্ন হয়েছে। উপজেলার নিবন্ধিত সমবায় সমিতি গুলোর মোট ১২২ জন ভোটারের মধ্যে ১২০ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। নির্বাচনে সহ-সভাপতি পদে একজন ও সদস্য পদে ৬ জন বিনা প্রতিদ্বন্দ্বি তায় নির্বাচিত হয়েছেন।

এদিন ভোট গ্রহণ কার্যক্রম পরিদর্শন করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি অফিসার মোঃ তারেক হাসান। আমতলী থানা পুলিশ ও নৌবাহিনী উপস্থিত থেকে আইন শৃঙ্খলার দায়িত্ব পালন করেন।

নির্বাচনে আসা ভোটারদের মধ্যে দেখা যায় খুশির আমেজ। মঠবাড়িয়া কৃষক সমবায় সমিতির সাধারন সম্পাদক ভোটার মোঃ খালেদ মোশাররফ সোহেল বলেন বিগত ১৭ বছর ধরে আমরা সমবায়ীরা আমাদের ন্যায্য অধিকার ভোট প্রদান করতে পারিনি। আজ ভোট দিতে পেরে আমরা খুব খুশি। আমরা সমবায়ীরা আমাদের পছন্দমত ভোট দিতে পেরেছি।

Tags: