muktijoddhar kantho logo l o a d i n g

ইটনা

ইটনায় ইউএনও’র বাসায় হামলা মামলায় আসামি দুইশতাধিক, গ্রেফতার ১

ইটনায় ইউএনও’র বাসায় হামলা মামলায় আসামি দুইশতাধিক, গ্রেফতার ১

কিশোরগঞ্জের ইটনা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সরকারি বাসভবনে হামলা-ভাঙচুর ও ইটপাটকেল নিক্ষেপের অভিযোগে হাফেজ আব্দুর নূর নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১৩ আগস্ট) রাতে তাকে গ্রেফতার করা হয়।

জানা যায়, সরকারি নীতিমালা অনুযায়ী ইউএনওকে সভাপতি করে নবনির্মিত ইটনা মিনি স্টেডিয়াম পরিচালনা কমিটি গঠন করা হয়। কিন্তু কিছু দিন স্থানীয়দের নেতৃত্বে পাল্টা আরেকটি কমিটি ওই স্টেডিয়ামে ফুটবল টুর্নামেন্ট আয়োজন করে। এ ঘটনায় ইউএনও’র কাছে তথ্য আসে, এখানে খেলার নামে চলছে অনৈতিক জুয়ার মতো ঘটনা। এ বিষয়টি ক্ষতিয়ে দেখতে ইটনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাফর ইকবালকে ইউএনও অবগত করেন। তাৎক্ষণিক ওসি খেলার মাঠে গিয়ে তাদেরকে বিষয়টি অবহিত করে পরবর্তীকালে আর না খেলতে নিষেধ করেন।

এ ঘটনার পর বুধবার সন্ধ্যার দিকে ২ শতাধিক লোক উপজেলা কমপ্লেক্সের ভেতরে সরকারি বাসভবনে অতর্কিত হামলা চালিয়ে ইটপাটকেল নিক্ষেপ করতে থাকেন। এ সময় ইউএনও বাসায় ছিলেন না। শুধু স্ত্রী ও সন্তানরা বাসায় ছিলেন। হামলায় দুজন আনসার সদস্য ও ৫ জন পুলিশ আহত হন। এ ঘটনায় রাতেই ৪০ জনের নাম উল্লেখসহ দুইশতাধিক লোককে আসামি করে ইউএনও’র নিরাপত্তার দায়িত্বে থাকা একজন আনসার সদস্য বাদী হয়ে ইটনা থানায় মামলা করেন। পরে রাতেই মাঠ পরিচালনা কমিটির সভাপতি খুরশীদ হাজীর ছেলে হাফেজ আব্দুর নূরকে গ্রেফতার করা হয়।

ইটনা থানার ওসি মোহাম্মদ জাফর ইকবাল বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনায় সংশ্লিষ্ট আইন মামলা হয়েছে। তদন্ত সাপেক্ষ আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এ বিষয়ে ইটনা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রায়হানুল ইসলাম বলেন, বিষয়টি নিয়ে আমি হতবাক। কিছুটা আতঙ্কিত পরিবার নিয়ে। ৫ আগস্টের সময়ও কোনো ইউএনও’র বাসায় এমন হামলার ঘটনা ঘটেনি। এ ঘটনায় ইটনা উপজেলা ছাত্রদল ও যুবদলের কিছু নেতাকর্মী হামলায় জড়িত।

Tags: