সাম্প্রতিক দিনে কুয়েতে ভেজাল মদপান থেকে সৃষ্ট মিথানল বিষক্রিয়ার ফলে ২৩ জন মারা গেছেন। কুয়েতি কর্তৃপক্ষ স্থানীয়ভাবে অ্যালকোহলযুক্ত পানীয় তৈরি ও বিতরণের অভিযোগে ৬৭ জনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে ‘অপরাধী চক্রের প্রধান’ একজন বাংলাদেশি নাগরিক বলে জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
কুয়েতে অ্যালকোহলযুক্ত পানীয় আমদানি বা দেশীয় উৎপাদন নিষিদ্ধ। তবে কিছু কিছু স্থানে গোপনে অবৈধভাবে এগুলো তৈরি করা হয়। বিশেষ করে তেমন এলাকায়, যেখানে তদারকি বা নিরাপত্তা কম থাকে। এ ধরনের মদপান ভোক্তাদের মিথানল বিষক্রিয়ার ঝুঁকির মুখে ফেলে।
দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ভেজাল মদপানে ১৬০ জন অসুস্থ হয়েছেন। এর মধ্যে ২৩ জন মারা গেছেন, যাদের বেশিরভাগই এশিয়ান নাগরিক।
কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক্স-পোস্টে প্রকাশিত বিবৃতিতে জানিয়েছে, তারা অ্যালকোহলযুক্ত পানীয় উৎপাদনের ছয়টি কারখানা এবং আবাসিক ও শিল্প এলাকায় আরও চারটি স্থাপনা জব্দ করেছে, যেগুলো তখনও চালু হয়নি।
গ্রেপ্তারকৃতদের মধ্যে একজন বাংলাদেশি নাগরিক চক্রের প্রধান এবং একজন নেপালি নাগরিকও আছে। মন্ত্রণালয় জানিয়েছে, এই চক্রের মাধ্যমে ভেজাল মদ প্রস্তুত ও বাজারজাত করা হতো।
ভেজাল মদ উৎপাদন ও বিক্রিতে অংশগ্রহণকারী সকলকে গ্রেপ্তার করা হয়েছে। কর্তৃপক্ষ স্থানীয় জনগণকে সতর্ক করেছে এবং বলেছে, যে কোনো ধরনের অ্যালকোহলযুক্ত পানীয় গ্রহণে সাবধান হতে হবে।
কুয়েতের স্বাস্থ্য ও নিরাপত্তা সংস্থাগুলি এখন আক্রান্তদের চিকিৎসা ও তদারকি বাড়াচ্ছে, যাতে আরও ক্ষতি না ঘটে।