muktijoddhar kantho logo l o a d i n g

কটিয়াদী

কটিয়াদীতে ট্রাক চাপায় প্রাণ গেল দাদি-নাতনির

কটিয়াদীতে ট্রাক চাপায় প্রাণ গেল দাদি-নাতনির

কিশোরগঞ্জের কটিয়াদীতে রোগী দেখতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় দাদি ও নাতনির মৃত্যু হয়েছে। শনিবার (১৬ আগস্ট) রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তাদের মৃত্যু হয়। এ ঘটনায় আরও ৫ জন আহত হয়েছে।

নিহতরা হলেন- উপজেলার আচমিতা ইউনিয়নের পূর্ব চারিপাড়া গ্রামের মৃত আফতাব উদ্দিনের স্ত্রী ফরিদা আক্তার (৬৫) ও তার ৮ মাস বয়সী নাতনি মারিয়া আক্তার। প্রবাসী মনির হোসেনের একমাত্র মেয়ে ছিলেন মারিয়া।

আহতরা হলেন- মারিয়ার মা হাফসা আক্তার (২৬), বাবু মিয়া (৫৫), রিমা আক্তার (২৭), রুবেল মিয়া (২২) ও রেনুয়ারা খাতুন (৪৫)।

আহত রুবেল মিয়া জানান, তারা কুরিয়ারচর উপজেলার ডুমড়াকান্দা গ্রামে রোগী দেখতে যাচ্ছিলেন। পথে স্বনির্ভর বাজারের কাছে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাদের সিএনজিচালিত অটোরিকশাকে চাপা দেয়।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে বাজিতপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। সেখান থেকে ফরিদা আক্তার ও মারিয়াকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মৃত্যু হয় মারিয়ার। রাত সাড়ে ৮টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ফরিদা আক্তার।

কটিয়াদী হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মো. তোফাজ্জল হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, দুর্ঘটনার পর ট্রাকচালক পালিয়ে গেছে। তবে ট্রাকটি জব্দ করে থানায় আনা হয়েছে। নিহতদের মরদেহ তাদের বাড়িতে হস্তান্তর করা হয়েছে।

Tags: