গত বছরের জানুয়ারিতে রিভার প্লেট থেকে এক কোটি ২৫ লাখ পাউন্ডে ম্যানচেস্টার সিটিতে নাম লেখান ক্লদিও এচেভেরি। সাড়ে চার বছরের চুক্তি হলেও প্রথম এক বছর ধারে রিভার প্লেটেই খেলেছেন তিনি। এরপর এ বছরের ফেব্রুয়ারিতে সিটিতে যোগ দেন নতুন মেসি খ্যাত এই তরুণ ফুটবলার।
আবারো এচেভরিকে ধারে পাঠাচ্ছে সিটি। আর্জেন্টাইন এই মিডফিল্ডারকে পুরো মৌসুমের জন্য ধারে নিতে সমঝোতায় পৌঁছেছে বায়ার লেভারকুজেন। এমনটাই বলা হয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির খবরে।
দুই দিন আগে স্কোয়াডে খেলোয়াড় বেড়ে যাওয়ায় অস্বস্তির কথা বলেছিলেন সিটি কোচ পেপ গুয়ার্দিওলা। দলের জন্য বড় স্কোয়াড মোটেও ‘ভালো নয়’ বলে মন্তব্য করেছিলেন তিনি। এরপরই এলো এচেভেরির সম্ভাব্য দলবদলের এই খবর।
গত মে মাসে সিটির জার্সিতে অভিষেক হয় এচেভেরির। এফএ কাপের ফাইনালে প্রথমবারের মতো ইংলিশ ক্লাবটির জার্সিতে মাঠে নামেন তিনি। তবে সেই ম্যাচে ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে হেরে যায় সিটি। ফলে সিটির সঙ্গে তার শুরুটা রাঙানো হয়নি।
অবশ্য এরপর আরো সুযোগ পেয়েছেন মাঠে নামার। প্রিমিয়ার লিগ ও ক্লাব বিশ্বকাপে একটি করে ম্যাচ খেলেছেন তিনি। ক্লাব বিশ্বকাপে সংযুক্ত আরব আমিরাতের ক্লাব আল-আইনের বিপক্ষে দারুণ একটি গোলও করেন এই আর্জেন্টাইন তরুণ।