মুক্তিযোদ্ধার কণ্ঠ রিপোর্ট :
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, ‘সিলেট এমসি কলেজ ছাত্রী খাদিজার উপর হামলাকারীর বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।’
তিনি বুধবার জাতীয় সংসদে সরকারি দলের সদস্য আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরীর এক সম্পূরক প্রশ্নের জবাবে আরো বলেন, ‘খাদিজার চিকিৎসার বিষয়ে খোঁজ-খবর নেয়াসহ ব্যক্তিগতভাবে সিলেট জেলা প্রশাসকের সাথে এ বিষয়ে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করে আসছি। ইতোমধ্যে হামলাকারী দুর্বৃত্ত গ্রেফতার হয়েছে। তার বিরুদ্ধে সকল আলামত থাকায় দ্রুত এ মামলায় চার্জশিট প্রদান করা সম্ভব হবে।’
শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের নিরাপত্তার সরকার অত্যন্ত আন্তরিক এবং প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করছে বলেও তিনি এ সময় জানান।
তিনি বলেন, ‘শিক্ষা প্রতিষ্ঠানে উন্নতমানের শিক্ষা গ্রহণের পাশাপাশি শিক্ষার্থীদের নৈতিক ও মানবিক গুণাবলী সম্পন্ন নাগরিক হিসেবে গড়ে তুলতে বিশেষ পদক্ষেপ নেয়া হয়েছে।’
সূত্র:-বাসস
মুক্তিযোদ্ধার কণ্ঠ ডটকম/০৫-অক্টোবর, ২০১৬ইং/নোমান
                    Tags:
                        
                    
                    
                 
            
            
                