মিশরের উপকূলীয় শহর অ্যালেক্সান্দ্রিয়ার আবু তালাত সৈকতে পানিতে ডুবে প্রাণ হারিয়েছেন সাত তরুণী শিক্ষার্থী। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২৮ শিক্ষার্থী। নিহত ও আহতরা একটি এয়ার হসপিটালিটি বিশেষায়িত একাডেমির শিক্ষার্থী ছিলেন।
গত শনিবার (২৩আগষ্ট) ১৪৭ জন শিক্ষার্থী ভ্রমণের অংশ হিসেবে ভুমধ্যসাগর এর আবু তালাত সৈকতে আসেন। তাদের অধিকাংশই তরুণী। প্রাথমিক তদন্তে জানা গেছে, সৈকতে তিন দিন ধরে লাল পতাকা উড়ছিল, যা পানিতে নামার নিষেধাজ্ঞার সংকেত। কিন্তু শিক্ষার্থীরা সেই সতর্কতা উপেক্ষা করে পানিতে নামেন এবং প্রবল ঢেউ এর কবলে পড়ে এই দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনার পর ১৬টি অ্যাম্বুলেন্স করে আহতদের দ্রুত আল-আমেরিয়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
একাডেমি কর্তৃপক্ষ নিহতদের স্মরণে ১০ দিনের শোক ঘোষণা করেছে এবং এসময় তাদের সব শাখা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে।
অন্যদিকে অ্যালেক্সান্দ্রিয়ার গভর্নর আল-আমেরিয়া হাসপাতালে গিয়ে আহতদের খোঁজ খবর নেন এবং দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতি সমবেদনা জানান।