muktijoddhar kantho logo l o a d i n g

আইন আদালত

হাইকোর্টে একসঙ্গে ২৫ বিচারপতি নিয়োগ

হাইকোর্টে একসঙ্গে ২৫ বিচারপতি নিয়োগ

সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে একসঙ্গে ২৫ জন বিচারপতি নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি। সোমবার (২৫ আগস্ট) রাষ্ট্রপতির আদেশক্রমে আইন মন্ত্রণালয় এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করে।

প্রজ্ঞাপনে জানানো হয়, সংবিধানের ৯৫(১) অনুচ্ছেদ অনুযায়ী প্রধান বিচারপতির পরামর্শক্রমে ২৫ জনকে অতিরিক্ত বিচারপতি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তাঁরা শপথ গ্রহণের তারিখ থেকে অনধিক দুই বছরের জন্য দায়িত্ব পালন করবেন।

এর আগে একই দিনে আইন মন্ত্রণালয় আরও চারটি পৃথক প্রজ্ঞাপনে ঢাকাসহ ১৯ জেলায় ২৩০ জন নিম্ন আদালতের বিচারককে বদলির নির্দেশ দেয়। বদলির মধ্যে রয়েছেন ৪১ জন জেলা জজ, ৫৩ জন অতিরিক্ত জেলা ও দায়রা জজ, ৪০ জন যুগ্ম জেলা ও দায়রা জজ এবং ৯৬ জন সিনিয়র সহকারী ও সহকারী জজ।

Tags: