মুক্তিযোদ্ধার কণ্ঠ রিপোর্টঃ
চীনের প্রেসিডেন্ট শি জিনপিং’কে সর্বোচ্চ মর্যাদা ও সম্মান জানাবে বাংলাদেশ। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর তাকে উষ্ণ অভ্যর্থনা জানাবেন প্রেসিডেন্ট আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিমানবন্দরে লাল গালিচা সংবর্ধনা, গার্ড অব অনার এবং তোপোধ্বনির মাধ্যমে তাকে স্বাগত জানানো হবে।
আগামী ১৪ অক্টোবর (শুক্রবার) দুই দিনের সফরে বাংলাদেশে আসবেন চীনা প্রেসিডেন্ট। ৩০ বছরে এটিই কোনো চীনা প্রেসিডেন্টের প্রথম বাংলাদেশ সফর।
চীনা প্রেসিডেন্টের আসন্ন সফর উপলক্ষে আজ বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভা অনুষ্ঠিত হয়। এতে শি জিনপিংয়ের সফরের প্রটোকল আয়োজন ও ব্যবস্থাপনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
চীনা প্রেসিডেন্টকে বহনকারী বিশেষ বিমান বাংলাদেশের আকাশ সীমায় প্রবেশের পরপরই তাকে সম্মান জানানোর আনুষ্ঠানিকতা শুরু হবে। একইসঙ্গে সর্বোচ্চ নিরাপত্তা দেয়া হবে। বিমানবন্দরের আনুষ্ঠানিকতা ছাড়াও তার সম্মানে রাষ্ট্রীয় ভোজসভার আয়োজন করা হবে। এতে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন থাকবে।
সফরকালে তিনি রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাত্, প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। সাভার স্মৃতি সৌধ, বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শন করবেন। সফরকালে দুই দেশের মধ্যে অন্তত ২০টি চুক্তি ও সমঝোতা স্মারক সই হবে।
উল্লেখ্য, ২০১০ সালে চীনের ভাইস প্রেসিডেন্ট থাকাবস্থায় শি জিন পিং দুই দিনের সফরে বাংলাদেশে এসেছিলেন। আগামী ১৪ অক্টোবর তিনি নেপাল থেকে ঢাকায় আসবেন। আর ঢাকা সফর শেষে ভারতের গোয়ায় ‘ব্রিকস’ শীর্ষ সম্মেলনে যোগ দেবেন।
মুক্তিযোদ্ধার কণ্ঠ ডটকম / ০৬-১০-২০১৬ ইং/মোঃ হাছিব
Tags: