২৭ আগষ্ট এ প্রকাশিত ,দৈনিক কাল বেলা , আমাদের বরিশাল , অপরাধ অনুসন্ধান, ২৪ আগষ্ট এর ভোরের বানী সহ বেশ কয়েকটি অন লাইন নিউজ পেপারে আমতলী উপজেলার উত্তর কালামপুর নূরানী বালিকা দাখিল মাদ্রাসার সুপার মুহাম্মদ আলাউদ্দিন সিকদারকে জড়িয়ে ”চাকরির প্রলোভনে অর্থ আত্মসাত মাদ্রাসা সুপারের বিরুদ্ধে ভুক্ত ভোগীদের অভিযোগ” এই শিরোনামে সংবাদ প্রকাশিত হয় । প্রকাশিত সংবাদ মিথ্যা উল্লেখ করে তার প্রতিবাদে মাদ্রাসা হল রুমে রবিবার বিকেল ৪.৩০ মি : এর সময় তিনি সংবাদ সম্মেলন করেন । মাদ্রাসার সকল শিক্ষক ,ছাত্রী ,অবিভাবক ও স্থানীর গন্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে সংবাদ সম্মেলনে তিনি লিখিত বক্তব্য পাঠ করেন । তিনি লিখিত বক্তব্যে বলেন ,” তার বিরুদ্ধে পত্রিকায় যে সংবাদ প্রকাশিত হয়েছে তাহা সম্পূর্ন রুপে মিথ্যা ,বানোয়াট , উদ্দেশ্য প্রনোদিত ও ভিত্তিহিন । আমি ওলামা লীগের সাথে জড়িত ছিলাম না , আমি নিয়মিত মাদ্রাসায় উপস্থিত থাকি যাহা আমার হাজিরা খাতা ও অন্যান্ন শিক্ষক গন অবগত আছেন । আমি কোন নিয়োগ বানিজ্য করিনি ।২০০৯ সালে মাদ্রাসার সভাপতি আ: আজিজ শপ এ্যাসিসট্যান্ট পদে এ নিয়োগ প্রদানের বিষয় জানেন ,আমার জানা নেই । ২০১৯ সালে নৈশ প্রহরী নিয়োগের কথা বলে আমি টাকা আত্মসাত করি নাই । নিয়োগ দেয়া হয়নি । মূলত বরগুনা সরকারী কলেজের ইসলামের ইতিহাস বিভাগের প্রভাষক মাদ্রাসার প্রাক্তন সহকারী মৌলভী মো: রফিকুল্লাহর ছেলে আব্দুল ওহাব মাদ্রাসার সভাপতি হতে চাচ্ছেন । কিন্তু মাদ্রাসার শিক্ষক ,অবিভাবক তাকে সভাপতি হিসাবে চায় না । ২০২৩ সালে আমি যখন কমিটি গঠন এর কাজ শুরু করি সে সময় ও আমি যাতে কমিটি করতে না পারি জনৈক আবুল কালাম জাহাঙ্গীর কে বাদী করে বরগুনা দেওয়ানী আদালতে মামলা দায়ের করানো হয় , মামলা নং ৯১/২৩। আমি এডহক কমিটি করার জন্য মাদ্রাসা বোর্ডে ১৬/০৬০/২০২৫ আবেদন করি । আমি যাতে কমিটি গঠন করতে না পারি সে জন্য তার বাবা রফিকুল্লাহ কে দিয়ে দিয়ে ২১/০৫/২০২৫ মাদ্রাসা বোর্ড অভিযোগ দায়ের করেন । মাদ্রাসার নামে ০৫ তলা ভবন এর কাজ শুরু হওয়ার কথা থাকলে যাতে করে ভবনের কাজ না হয় সে জন্য তার মা জামিলা খাতুন কে দিয়ে নির্বাহী প্রকৌশলী (শিক্ষা ) বরগুনা বরাবর অভিযোগ দায়ের করিয়েছন । সব অভিযোগই আমতলী উপজেলা নির্বাহী অফিসারের নিকট তদন্তাধীণ রয়েছে । আব্দুল ওহাব সভাপতি না হতে পেরে আমার বিরুদ্ধে বিভিন্ন মিথ্যা অভিযোগ দিয়ে ও সাংবাদিক ভাইদের বানোয়াট তথ্য সরবরাহ করে আমার বিরুদ্ধে সংবাদ প্রকাশ করিয়েছেন । আমি প্রকাশিত মিথ্যা সংবাদের জন্য তীব্র প্রতিবাদ জানাই।