সাতক্ষীরা সীমান্তে আটক হওয়া ১৪ বাংলাদেশিকে ফেরত দিয়েছে বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)। পতাকা বৈঠকের মাধ্যমে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবির) কাছে তাদের হস্তান্তর করা হয়েছে।
রোববার (৩১ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে তাদেরকে বিজিবির হাতে বিএসএফ হস্তান্তর করে।
জানা গেছে, শনিবার (৩০ আগস্ট) রাত ১১টার দিকে ভারতের হাকিমপুর সীমান্ত চেকপোস্ট এলাকায় তাদের আটক করা হয়।
বিজিবি সূত্রে জানা যায়, গত ৩০ আগস্ট রাত আনুমানিক ১১টা ৩০ মিনিটে সাতক্ষীরা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের সময় ভারতের হাকিমপুর চেকপোস্টে তাদের আটক করে বিএসএফ।
আটককৃতরা হলেন বাগেরহাট জেলার মোড়েলগঞ্জ থানার বদনীডাঙ্গা এলাকার আফজাল শেখের ছেলে মিজানুর রহমান শেখ, আফজাল শেখের স্ত্রী শারমিন আক্তার, ছেলে শামীম শেখ, মেয়ে রুমা শেখ, আফজাল শেখ, কবির শেখ, তার স্ত্রী তফুরা বেগম, সানকিডাঙ্গা এলাকার মোস্তফা শিকদারের ছেলে নজরুল শিকদার, তার স্ত্রী কহিনুর বেগম, পিরোজপুর জেলার জিয়ানগর থানার চন্ডিপুর গ্রামের হানিফ মৃধার ছেলে আরমান মৃধা, তার স্ত্রী হাজেরা আক্তার, ছেলে হাফিজুল, মেয়ে আমিনা, চুন্ন শেখর স্ত্রী মুকুল বেগম ও সাতক্ষীরা আশাশুনি উপজেলার পদ্মবেউলা গ্রামের মোসলেম মোড়লের ছেলে আব্দুল কাদের মোড়ল।
এ বিষয়ে সাতক্ষীরা সদর থানার ওসি শামিনুল হক জানান, রোববার সন্ধ্যা ৭টার দিকে বিএসএফের আমুদিয়া কোম্পানি কমান্ডার ইন্সপেক্টর দিব্যোজ্যোতি ডলি এবং বাংলাদেশ বিজিবির তলুইগাছা বিওপি কমান্ডারের নেতৃত্বে অনুষ্ঠিত পতাকা বৈঠকের মাধ্যমে তাদের বিজিবির কাছে হস্তান্তর করা হয়।
এ ঘটনায় বিজিবি নায়েব সুবেদার মো. আবুল কাশেম সাতক্ষীরা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। আটক বাংলাদেশিদের নাম-ঠিকানা যাচাই শেষে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।