muktijoddhar kantho logo l o a d i n g

সাহিত্য ও সংস্কৃতি

ভাঙনের প্রেমগাথা : আকতার জামিল

ভাঙনের প্রেমগাথা : আকতার জামিল

তোমার ঠোঁটে একসময় নদীর গান ছিল, আজ সেখানে ভাঙা পাথরের ধুলো। অদৃশ্য হাত কেটে নেয় পাহাড়ের শিরা, লোভের রক্তে ভিজে যায় ধলাইয়ের বুক।

আমরা যে স্বপ্ন ছুঁয়ে ছিলাম, সে স্বপ্ন এখন বাজারের পাল্লায় ঝুলে। এক দামে রাজনীতি, এক দামে প্রশাসন, এক দামে বিক্রি হয় আমাদের নিঃশ্বাস।

তবু তোমার চোখে লুকিয়ে আছে প্রেম, যা ভাঙা পাথরকেও শোনায় প্রতিশ্রুতির শব্দ। ভালোবাসা যদি বেঁচে থাকে, তাহলে একদিন নদী আবার শিখবে গাইতে।

যুগ্ম সচিব, শিক্ষা মন্ত্রণালয়, মুঠোফোন :০১৬৭০-১৯৫১৯৬

Tags: