muktijoddhar kantho logo l o a d i n g

আন্তর্জাতিক

১৫০ বছর বাঁচা নিয়ে পুতিন-শি জিনপিংয়ের আলোচনা

১৫০ বছর বাঁচা নিয়ে পুতিন-শি জিনপিংয়ের আলোচনা

চীনের বেইজিংয়ে বুধবার (৩ সেপ্টেম্বর) সামরিক কুচকাওয়াজে অংশ নেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উনসহ অন্যান্য বিশ্বনেতারা। কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রেসিডেন্ট শি জিনপিং ও পুতিনের একটি কথোপকথন সম্প্রতি আলোচনায় এসেছে। তাদের এই আলোচনাটি অঙ্গ-প্রতিস্থাপন, দীর্ঘায়ু এবং অমরত্বের সম্ভাবনা নিয়ে কথাবার্তা ছিল, যা মাইক্রোফোনে ধরা পড়ে। ওই সময় মানুষের ১৫০ বছর বাঁচা নিয়ে কথা বলতে শোনা যায় পুতিন আর শি জিনপিংকে।

দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের আত্মসমর্পণের ৮০ বছর পূর্তি উপলক্ষে বেইজিংয়ে সামরিক কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। কুচকাওয়াজের মঞ্চের দিকে হেঁটে যাওয়ার সময় তাদের মধ্যে হওয়া আলোচনাটি চীনের রাষ্ট্রীয় টেলিভিশন সিসিটিভির সরাসরি সম্প্রচারে ধরা পড়ে।

সিসিটিভির ভিডিওতে পুতিনের দোভাষীকে বলতে শোনা যায়, “বায়োটেকনোলজি ক্রমাগত উন্নত হচ্ছে… মানব অঙ্গ অবিরাম প্রতিস্থাপন করা সম্ভব। যত বেশি বাঁচবেন, তত তরুণ হয়ে উঠবেন, এমনকি অমরত্বও অর্জন করা যেতে পারে।"

এর জবাবে শি জিনপিংকে বলতে শোনা যায়, "এই শতাব্দীতেই মানুষ ১৫০ বছর পর্যন্ত বাঁচতে পারে—এমনও ভবিষ্যদ্বাণী করেন কেউ কেউ।"

শি'র এই মন্তব্যের পর তার পাশে থাকা উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উনকে হাসতে দেখা যায়। তবে শি'র কথা তার জন্য অনুবাদ করা হয়েছিল কিনা তা স্পষ্ট নয়।

পরবর্তীতে সাংবাদিকদের কাছে পুতিন ১৫০ বছর বাঁচা ও অমরত্ব নিয়ে কথা বলার বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, তারা আধুনিক স্বাস্থ্য প্রযুক্তি এবং অঙ্গ প্রতিস্থাপনসহ বিভিন্ন চিকিৎসা পদ্ধতি নিয়ে আলোচনা করছিলেন। তার মতে, এই ধরনের অগ্রগতি মানবজাতিকে দীর্ঘ ও সক্রিয় জীবন যাপনের আশা দিচ্ছে।

Tags: