জীবন হচ্ছে- ভালোবাসার নামে শুরু হওয়া গান, যার শেষ সুর বাজে বিষাদ, কান্না, আর নিঃশব্দ মৃত্যুতে।
জীবন হচ্ছে- হেমন্তের বিকেল। আলোয় শুরু, কিন্তু মুহূর্তেই গ্রাস করে অন্ধকার।
জীবন হচ্ছে- শিশিরবিন্দুতে জমে থাকা অশ্রু, বুকের গভীরতম কষ্টের শান্ত অথচ অদৃশ্য ভাষা।
জীবন হচ্ছে- অতল নদীর তীরে বসে হাউমাউ করে কেঁদে ওঠা, তারপর শুকিয়ে যাওয়া অশ্রুতে অদৃশ্য মৃত্যু বাঁচিয়ে রাখা।
জীবন হচ্ছে- কখনো না বলা হাজারো কথার গোপন কবর, যেখানে প্রতিটি শব্দই শুধু বুকের ভেতর দগদগে ক্ষত হয়ে রয়ে যায়।
জীবন হচ্ছে- বন্ধুদের সঙ্গে অকারণ হাসাহাসি, কিন্তু ভেতরে এক সমুদ্র নীরবতা, যেখানে কেউ ঢেউয়ের শব্দ শুনতে পায় না।
জীবন হচ্ছে- প্রিয় মানুষের হাত ধরে আগামীর স্বপ্ন দেখা, তারপর একদিন সেই হাত অচেনা কারো হাতের উষ্ণতায় হারিয়ে ফেলা।
জীবন হচ্ছে- রেশমি চুড়ি আলমারির ভেতর সাজিয়ে রাখা, যেন স্মৃতিই একমাত্র প্রমাণ কোনো একদিন তুমি নিঃস্বার্থভাবে ভালোবেসেছিলে।
জীবন হচ্ছে- রাতভর বালিশ ভিজিয়ে ফেলা, টিকটিকি আর দেয়ালকে সাক্ষী বানিয়ে কষ্ট গোপন রাখা।
জীবন হচ্ছে- শহরের রাস্তায় হাঁটতে হাঁটতে প্রতিটি মোড়ে তাকে খুঁজে ফেরা, যে আসলে আর তোমার নয়।
জীবন হচ্ছে- রাতভর অপেক্ষা করা, একটি মেসেজের শব্দে বুক ধড়ফড় করে ওঠা, তবু সবুজবাতির আলোয় তোমার বার্তা আর না আসা।
জীবন হচ্ছে- অফিসের চার দেয়ালের ভেতর সততার জন্য নীরবে শাস্তি ভোগ করা, তবুও বিদায় মুহূর্তে একফালি হাসি ছড়িয়ে দেওয়া।
জীবন হচ্ছে- মায়ের কোলে ফিরে যেতে চাওয়া, কিন্তু সময়ের নিষ্ঠুরতা বুঝে চোখ বন্ধ করে থাকা।
জীবন হচ্ছে- অচেনা জনসমুদ্রের ভিড়ে নিজেকেই হঠাৎ অচেনা মনে হওয়া হাজার মানুষের কোলাহলেও ভেতরে একা হয়ে পড়া।
যুগ্মসচিব, শিক্ষা মন্ত্রণালয়, মুঠোফোন: ০১৬৭০-১৯৫৯১৬